আন্তর্জাতিক যোগ দিবস

যোগ অনুশীলন এবং শারীরিক ও মানসিক সুস্থতা পালনের একটি আন্তর্জাতিক দিবস

২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন।[১][২][৩][৪] জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১২৪ নম্বর আলোচ্য বিষয়ের উপর - প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত (A/69/L 17) উপস্থাপন করেন। ১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে।[৫][৬][৭]

আন্তর্জাতিক যোগ দিবস
আনুষ্ঠানিক নামআন্তর্জাতিক যোগ দিবস – আইওয়াইডি
অন্য নামযোগ দিবস, বিশ্ব যোগ দিবস
পালনকারীবিশ্বব্যাপী
ধরনরাষ্ট্রসংঘ
তাৎপর্যবিশ্বব্যাপী স্বাস্থ্য, সাদৃশ্য এবং শান্তির জন্য জাতিসংঘ-এর সরকারি প্রচার
উদযাপনযোগ, ধ্যান, সম্মেলন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান
তারিখ২১ জুন
সংঘটনবার্ষিক
প্রথম বার২১ জুন ২০১৫
একনজরে আন্তর্জাতিক যোগ দিবস

যোগব্যায়ামের প্রথম আন্তর্জাতিক দিবসটি বৃহত্তম যোগব্যায়াম ক্নাসের একটি রেকর্ড তৈরি করেছে এবং জাতির জন্য সবচেয়ে বড় অংশগ্রহণ।

প্রতিপাদ্য বিষয় বা থিম

সম্পাদনা
  • ২০২৪ : নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম
  • ২০২৩ : যোগা ফর বসুধৈব কুটুম্বকম অর্থাৎ যোগব্যায়ামে সারা বিশ্ব এক পরিবার
  • ২০২২ : যোগা ফর হিউম্যানিটি তথা মানবতার জন্য যোগব্যায়াম
  • ২০২১ : যোগা ফর ওয়েলবিইং বা সুস্থতার জন্য যোগব্যায়াম
  • ২০১৯ :যোগা ফর হার্ট - হৃদরোগ জন্য যোগব্যায়াম
  • ২০১৮ : যোগা ফর পিস - শান্তির জন্য যোগব্যায়াম
  • ২০১৭ : যোগা ফর হেল্থ - স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম
  • ২০১৬ : যোগা ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য সাসটেইনঅ্যাবেল ডেভেলপমেন্ট গোল্স - টেকসই উন্নয়নের লক্ষ্যে যোগব্যায়াম
  • ২০১৫ : যোগা ফর হারমোনি অ্যান্ড পিস - সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. UN should adopt an International Yoga Day: Modi
  2. "India leader proposes International Yoga Day"। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫ 
  3. PM Modi asks world leaders to adopt International Yoga Day
  4. Narendra Modi asks world leaders to adopt International Yoga Day
  5. "Welcome to Permanent Mission of India to the UN, New York"। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২১ 
  6. "UN Declared 21st June as International Day of Yoga"। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫ 
  7. "আন্তর্জাতিক যোগ দিবস:কেন এই দিবস পালন করা হয়"। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা