আন্তর্জাতিক বিড়াল দিবস
আন্তর্জাতিক বিড়াল দিবস প্রতিবছরের ৮ আগস্ট অনুষ্ঠিত একটি উদ্যাপন। ২০০২ সালে পশুর কল্যাণের জন্য আন্তর্জাতিক তহবিল এই দিনটি চালু করে।[১][২]
আন্তর্জাতিক বিড়াল দিবস | |
---|---|
![]() | |
পালনকারী | আন্তর্জাতিক এবং ইন্টারনেট |
তারিখ | ৮ আগস্ট |
পরবর্তী আয়োজন | ৮ আগস্ট ২০২৪ |
সংঘটন | বার্ষিক |
আন্তর্জাতিক বিড়াল দিবসটি কিছু দেশে বিশ্ব বিড়াল দিবস হিসাবেও পরিচিত এবং এটি শুরু হওয়ার পর থেকে এটির উদ্যাপন বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেশীরভাগ দেশ এই দিনটি পালন করে ৮ই আগস্ট, তবে রাশিয়া ১ মার্চকে জাতীয় বিড়াল দিবস হিসেবে উদ্যাপন করে[৩] এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিড়াল দিবস এবং তাদের নিজস্ব জাতীয় বিড়াল দিবস উভয় ২৯ অক্টোবর উদ্যাপন করে।
আন্তর্জাতিক বিড়াল দিবস মানুষের পোষা বন্ধু বিড়াল এবং এদের সাহায্য ও সুরক্ষার উপায়গুলি সম্পর্কে জানতে ভূমিকা পালন করে। বিড়াল দিবস হ'ল ২২ ফেব্রুয়ারিতে উদযাপিত আরেকটি অপ্রাতিষ্ঠানিক বিড়াল দিবস যা জাপানে চালু হয়েছিল।
আরো দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "INTERNATIONAL CAT DAY: How we help cats in Playa del Carmen - IFAW - International Fund for Animal Welfare"। www.ifaw.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭।
- ↑ Green, Treye (৯ আগস্ট ২০১৪)। "International Cat Day 2014: Cat Lovers Worldwide Celebrate Feline Obsession"। International Business Times (ইংরেজি ভাষায়)। আইবিটি মিডিয়া ইনক.। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৪।
- ↑ ব্লাসি, জুলিয়া (৩০ এপ্রিল ২০১২)। "World Cat Day?"। ভোগ ইতালিয়া (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৫।