আনোয়ারা খাতুন (১৯১৯ - ১৯৮৮) একজন বাঙালি নারী রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলা ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।[২][৩][৪]

আনোয়ারা খাতুন
জন্ম১৯১৯[১]
মিরপুর, ঢাকা
মৃত্যু১৯৮৮
পেশারাজনীতি
পরিচিতির কারণভাষা আন্দোলন
রাজনৈতিক দলআওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীআলী আমজাদ খান

তিনি ১৯৪৬ সালে তৎকালীন থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম মুসলিম নারী হিসেবে বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনেও জয় লাভ করেন তিনি।[৫]

আনোয়ারা খাতুন আলী আমজাদ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুজিবুর রহমান, শেখ (জানুয়ারি ২০১৯)। অসমাপ্ত আত্মজীবনী। দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। পৃষ্ঠা ৩০৬। আইএসবিএন 978-984-506-195-7 
  2. "নাজিমুদ্দিনের ঘোষণায় মায়ের ভাষার মর্যাদা রক্ষার নতুন শপথ"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০ 
  3. নারী ভাষাসংগ্রামীদের পূর্ণাঙ্গ মূল্যায়ন হয়নি
  4. "ভাষা আন্দোলনে নারী"। ১৫ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  5. "ভাষা আন্দোলনের সংগ্রামী নারী", ওবায়েদুল্লাহ মামুন, লিপি প্রকাশন, পৃষ্ঠা-৩১