আনা লুই স্ট্রং

মার্কিন সাংবাদিক

আনা লুই স্ট্রং (২৪ নভেম্বর, ১৮৮৫ - ২৯ মার্চ, ১৯৭০) ছিলেন ২০ শতকের মার্কিন সাংবাদিক ও কর্মী এবং খ্যাতি অর্জন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন ও গণচিনের সাম্যবাদী আন্দোলনের সমর্থনে জন্য। রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পর তিনি চলে যান রাশিয়ায়। সেখানে তিনি বিয়ে করেন এবং প্রায় ৩০ বছর সেদেশে বসবাস করেন। পরবর্তী সময়ে তিনি চলে যান এবং প্রায় আড়াই যুগ চিনে বসবাস করে সেখানেই মৃত্যুবরণ করেন। রুশ বিপ্লব ও তার সমাজতান্ত্রিক গঠনকর্ম এবং চিন বিপ্লব ও তার সমাজতান্ত্রিক গঠনকর্মকে অতি নিকটে থেকে দেখার সুযোগ তার হয়েছিল।[১]

আনা লুই স্ট্রং
১৯৩৭-এ আনা লুই স্ট্রং
জন্ম(১৮৮৫-১১-২৪)২৪ নভেম্বর ১৮৮৫
মৃত্যু২৯ মার্চ ১৯৭০(1970-03-29) (বয়স ৮৪)
মাতৃশিক্ষায়তনBryn Mawr College
Oberlin College
শিকাগো বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গীজোয়েল শুবিন (1932-1942)
পিতা-মাতাসিডনি ডিক্স স্ট্রং

তথ্যসূত্র সম্পাদনা

  1. আনা লুই স্ট্রং; বাহাত্তর বছর বয়সে কেন আমি চীনে ফিরে এলাম; গণপ্রকাশন, ঢাকা মার্চ, ১৯৮৭; পৃষ্ঠা - ২।

আরও পড়ুন সম্পাদনা

নথিপত্র সম্পাদনা