আনবারের যুদ্ধ প্রাচীন ব্যাবিলন শহরের ৮০ মাইল দূরে অবস্থিত আনবার নামক স্থানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন মুসলিম ও সাসানীয় সাম্রাজ্যের সেনাদের মধ্যে সংঘটিত হয়। খালিদ সাসানীয়দেরকে শহরের দুর্গে অবরোধ করেন। এর শক্ত দুর্গপ্রাচীর ছিল। অনেক মুসলিম তীরন্দাজ এতে অংশ নেয়। পারসিয়ান গভর্নর শিরজাদ আত্মসমর্পণ করে এবং তাকে চলে যাওয়ার অনুমতি দেয়া হয়।[১]

আনবারের যুদ্ধ
মূল যুদ্ধ: মুসলিমদের পারস্য বিজয়
খালিদ বিন ওয়ালিদের অভিযান
তারিখ৬৩৩ খ্রিষ্টাব্দ
অবস্থান
ফলাফল মুসলিমদের বিজয়
বিবাদমান পক্ষ
রাশিদুন খিলাফত সাসানীয় সাম্রাজ্য
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
খালিদ বিন ওয়ালিদ শিরজাদ[১]
শক্তি
৯,০০০ অজ্ঞাত
হতাহত ও ক্ষয়ক্ষতি
স্বল্প স্বল্প

তথ্যসূত্র সম্পাদনা

  1. Annals of the Early Caliphate By William Muir, pg 85