আনন্দ (দ্ব্যর্থতা নিরসন)
আনন্দ একটি অনুভূতি যা দ্বারা মনের পরিতোষ, প্রেম, পূর্ণতা, পুলক, উল্লাস, আহ্লাদ ইত্যাদির একক, একাধিক বা সন্মিলিত অবস্থাকে প্রকাশ করা হয়।
আনন্দ দ্বারা নির্দেশ করে এমন নিবন্ধগুলো হচ্ছে:
- আনন্দ -একটি মানসিক অনুভূতি।
- আনন্দ (বৌদ্ধ ভিক্ষু) - গৌতম বুদ্ধের অনুগামী ও ভৃত্য।
- আনন্দ (চলচ্চিত্র) - অনত্যম সেরা ভারতীয় চলচ্চিত্র।