আনন্দচন্দ্র নন্দী

বহু আধ্যাত্মিক গানের রচয়িতা আনন্দচন্দ্র নন্দী ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিকচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম ও মৃত্যু তারিখ অজ্ঞাত। সাধক আনন্দ স্বামী নামে তিনি সুপরিচিত[১] এই গীতিকারের রচিত গান বাংলাদেশে বহুল প্রচলিত। ব্রাহ্মণবাড়িয়ার সাতমোড়া গ্রামের প্রসিদ্ধ সাধক মনোমোহন দত্ত তার শিষ্য।

তথ্যসূত্র সম্পাদনা