আনজুমান
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের একটি গ্রাম।
আনজুমান ([انجمن আঞ্জুমান] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)), এছাড়াও আনজোমান নামেও লেখা হয়ে থাকে), আফগানিস্তানের বাদাখশন প্রদেশের একটি গ্রাম। এটি মূলতঃ আঞ্জুমান উপত্যকায় অবস্থান করছে, যেটি উপত্যকার শুরু থেকে প্রায় ১৮ মাইল দুরত্বে অবস্থিত। অন্য আরেকটি গ্রাম আঞ্জুমান-ই-খারদ খুব কাছাকাছি অবস্থিত। ২১ শতকের প্রায় কাছাকাছি সময়ে, গ্রামটিতে ৯০টির মত দখলকৃত বাড়ি ছিল যেখানে প্রধানত তাজিকরা বসবাস করতেন। এলাকায় চাষবাষযোগ্য চারণভূমি ছিল খুবই উর্বর এবং অপেক্ষাকৃত দুর্বল সশস্ত্র তবে সেখানে এখনো দুর্বল আধা বাহিনী রয়েছে।[১]
আনজুমান | |
---|---|
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৫°৫৩′ উত্তর ৭০°২৫′ পূর্ব / ৩৫.৮৮৩° উত্তর ৭০.৪১৭° পূর্ব | |
দেশ | Afghanistan |
প্রদেশ | বাদাখশন প্রদেশ |
গ্রামটি সুসজ্জিত অজুমান রোডে অবস্থান করছে যেখানে দক্ষিণ অবস্থিত পাঞ্জাশীর উপত্যকা থেকে বাদখশনকে সংযুক্ত করেছে।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Adamec, Ludwig W., সম্পাদক (১৯৭২)। Historical and Political Gazetteer of Afghanistan। 1। Graz, Austria: Akadamische Druck-u. Verlangsanstalt। পৃষ্ঠা 18।
- ↑ Encyclopædia Britannica, Retrieved June 12, 2008
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |