আদিয়ি ইবনে আমীরা ইবনে ফারওয়া ইবনে যুরারা আল-কিন্দী মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন।[১] তার উপনাম ছিল আবু যুরারা অথবা আবু ওয়াকফা । তিনি আল-জাযিরায় বসবাস করিতেন।[১][২][৩] তিনি মূলত একজন হাদিস বর্ণনাকারী সাহাবা বুখারি ও মুসলিম শরিফে তার বর্ণিত হাদিস রয়েছে।[৩]

ইসলাম গ্রহণ সম্পাদনা

ইবনে ইসহাক বর্ণনা করেন, আদিয়ি তার এলাকার একজন জ্ঞানী ইহুদি ইবনে শাহলা তাকে একদিন বলেছিলো,

“আমি আল্লাহর কিতাবে পেয়েছি, জান্নাতুল ফিরদাউসে এমন একটি দল প্রবেশ করবে যারা, যাদের চেহারাসমূহের উপর প্রচুর উপাসনার চিহ্ন পাওয়া যাবে।”

আদিয়ি এরপরে একদিন জানতে পারে, হাশিম গােত্রের এক মুহাম্মাদ নামের এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবী করছে, তখন আদিয়ি মুহাম্মাদের নিকট নিয়ে দেখলেন, মুহাম্মাদ ও তার সহচরগণ চেহারার উপর সিজদা করছে, এবং তাদের কপালে উপাসনার চিহ্ন রয়েছে। অতঃপর আদিয়ি ইসলাম গ্রহণ করেন।[৩]

মৃত্যু সম্পাদনা

আদিয়ি ইবনে আমিরা তার বাসস্থান আল জাযিরাতে ৪০ হিজরি ৬৬২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে কেও কেও বলেন তিনি কুফাতে মৃত্যুবরণ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ৩৫১ 
  2. ইবনুল আছির, উসুদুল গাবা, ১২৮৬ হি., ৩খণ্ড- ৩৯৬ 
  3. ইবন হাজার, আল-ইসাবা, মিসর ১৩২৮ হি, পৃষ্ঠা- ১৬৫, নং ৬৭৭৫ 
  4. ইবন আবদিল বারর, আল-ইসতি'আব- ১৪৩