আদিত্য শীল
আদিত্য শীল (জন্ম: ২২ মার্চ, ১৯৮৮) হলেন একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।[১] এক ছোটিসি লাভ স্টোরি ছবিতে মণীষা কৈরালার বিপরীতে এক কিশোরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন আদিত্য শীল।[২] এরপর তিনি তুম বিন ২ ছবিতে শেখর মালহোত্রা, নমস্তে ইংল্যান্ড ছবিতে স্যাম, পুরানি জিনস ছবিতে স্যামুয়েল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে রান্ধওয়া এবং ফিৎরাত ছবিতে বীর শেরগিলের চরিত্রে অভিনয় করেন।
আদিত্য শীল | |
---|---|
জন্ম | দিল্লি, ভারত | ২২ মার্চ ১৯৮৮
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০০–বর্তমান |
প্রথম জীবন
সম্পাদনাআদিত্য শীল একজন বাঙালি বাবা ও পাঞ্জাবি মায়ের সন্তান।[৩] আদিত্যের বাবা রবি শীল ছিলেন গাড়ওয়ালি চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা। কিন্তু আদিত্য পেশাদার ক্রিকেটার হতে ছিলেন। একবার জখম হওয়ার ফলে তাঁর সেই সম্ভাবনা নির্মূল হয়ে যায় এবং তিনি তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করেন।[৪]
আদিত্য একজন বিশ্ব টিকওয়ান্ডো চ্যাম্পিয়ন।[৫] তাঁর কর্মজীবনের সূত্রপাত ঘটেছিল একজন মডেল হিসেবে। সেই সময় অনেক বিজ্ঞাপনে তিনি অভিনয় করেন।
কর্মজীবন
সম্পাদনাএক ছোটিসি লাভ স্টোরি ছবিতে মণীষা কৈরালার বিপরীতে এক কিশোরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন আদিত্য শীল।[২] ২০০৬ সালে তিনি উই আর ফ্রেন্ডস ছবিতেও অভিনয় করেন। পুরানি জিনস ছবিতে তিনি স্যামুয়েল লরেন্সের চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে অনুভব সিনহার তুম বিন ২ ছবিতে নেহা শর্মার বিপরীতে শেখর চরিত্রে অভিনয় করেন আদিত্য।[৬]
২০১৯ সালে তিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে মানব রান্ধাওয়া চরিত্রে অভিনয় করেন।[৭] এরপর অল্ট বালাজির ফিৎরাত-এ ক্রিস্টিল ডি’সুজার বিপরীতে বীর শেরগিল চরিত্রে অভিনয় করেন আদিত্য।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে আদিত্য শীল স্মৃতিচারণা করে বলেন যে, তিনি ও টাইগার শ্রফ একটি দৃশ্যকে বাস্তবোচিত করে তোলার জন্য পরস্পরকে সত্যিই ঘুষি মেরেছিলেন।[৮] এরপর তিনি ইন্দু কি জওয়ানি ছবিতে অভিনয় করেন এবং ফিৎরাত ২ ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন।
ফিল্মোগ্রাফি
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | তথ্যসূত্র | |
---|---|---|---|---|
২০০২ | এক ছোটিসি লাভ স্টোরি | আদিত্য | ||
২০০৬ | উই আর ফ্রেন্ডস | অমিত | ||
২০০৭ | সে সালাম ইন্ডিয়া | সিদ্ধার্থ | ||
২০১৪ | পুরানি জিনস | স্যামুয়েল লরেন্স | ||
২০১৬ | তুম বিন ২ | শেখর মালহোত্রা | ||
২০১৮ | নমস্তে ইংল্যান্ড | সমর সিং | ||
২০১৯ | স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ | মানব রান্ধাওয়া | ||
২০২০ | ইন্দু কি জওয়ানি | দেব শর্মা | [৯] |
ওয়েব
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | প্ল্যাটফর্ম |
---|---|---|---|
২০১৯ | ফিৎরাত | বীর শেরগিল | অল্ট বালাজি ও জি৫ |
দি ইনভিজিবল মাস্ক | ঘোষণা করা হবে | নেটফ্লিক্স |
মিউজিক ভিডিও
সম্পাদনাবছর | গান | বিপরীতে |
---|---|---|
২০১৯ | ড্যান্সিং ডল | আকাঙ্ক্ষা পুরী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aditya Seal seals his return into films with 'Purani Jeans' - Times of India"।
- ↑ ক খ "Soul Stir: Aditya Seal on the moment that changed his life - Times of India"।
- ↑ "INTERVIEW: Aditya believes in the old school romance...", Cine Speak. Retrieved 20 April 2019.
- ↑ Rachana Dubey (29 January 2017), "Aditya Seal: I hoped to be a cricketer but an injury killed my dream", Times of India. Retrieved 20 April 2019.
- ↑ "Aditya Seal, a world Taekwondo champ"। ৩ এপ্রিল ২০১৪।
- ↑ "'Tum Bin 2' movie review: Offers nothing great apart from good music and sweet Aditya Seal"। ১৮ নভেম্বর ২০১৬।
- ↑ "Aditya Seal talks about his 'SOTY 2' co-stars Tiger Shroff, Tara Sutaria and Ananya Panday - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২০।
- ↑ "Photos of Aditya Seal, who gave Tiger Shroff a hard time in 'Student Of The Year 2'"।
- ↑ "Kiara Advani in Lucknow for Indoo Ki Jawani"। Mumbai Mirror।