আদনি ইসলামিক স্কুল

আদনি ইসলামিক স্কুল মালয়েশিয়ার সেলেঙ্গরের আমপাংয়ে অবস্থিত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।[২][৩] বর্তমানে সারা বিশ্ব থেকে ১০০০ এরও বেশি শিক্ষার্থী এবং ১০০ জন শিক্ষক রয়েছেন।[৩] স্কুলটি শিক্ষার্থীদের পছন্দের উপর ভিত্তি করে আন্তর্জাতিক পাঠ্যক্রম (আইজিসিএসই) পাশাপাশি জাতীয় পাঠ্যক্রম (এসপিএম) জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে।

আদনি ইসলামিক স্কুল
আদনি ইসলামিক স্কুলের লোগো
অবস্থান
মানচিত্র
আমপাং জয়া

তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৯৪
অধ্যক্ষডাঃ হাসনি মোহাম্মদ আল-হাজ [১]
ওয়েবসাইটwww.adni.edu.my

প্রাক-বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিশুদের জন্য মানসম্পন্ন এবং সমন্বিত ইসলামিক শিক্ষা প্রদান করার জন্য ১৯৯৪ সালে আদনী ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়।[৪] স্কুলটি মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান।[৩]

শিক্ষায়তনিক সম্পাদনা

স্কুলটি এসব ক্ষেত্রে পাঠদান করছেঃ[৫]

  • কুরআন হিফজ ও কিরাত
  • ভাষার বিকাশ (আরবি, মালয়, ইংরেজি, এবং ম্যান্ডারিন)
  • গণিত ও বিজ্ঞান
  • মৌলিক পাটিগণিত এবং বিজ্ঞানের মাধ্যমে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়া
  • আইসিটি এবং কম্পিউটারে পাঠদান(এনসিসি)
  • শিল্প কলা এবং কারুশিল্প
  • দৈনিক জীবনে ব্যবহারের জন্য দোয়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://sites.google.com/a/adni.edu.my/adni-backup/home/adni-islamic-school
  2. http://www.islamicfinder.org/getitWorld.php?id=81300&lang=
  3. "About Us | Sekolah Islam Adni" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪ 
  4. "Adni Islamic School"IslamicFinder (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪ 
  5. "WHERE LEARNING IS EASY AND FUN" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪ 

বহিঃসংযোগ সম্পাদনা