আত্তিঙ্গল লোকসভা কেন্দ্র

আত্তিঙ্গল লোকসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের ২০ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৯ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মালয়ালম। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,২৫১,৩৯৮ জন৷

আত্তিঙ্গল লোকসভা কেন্দ্র
কেরালার লোকসভা কেন্দ্রসমূহ ও ১৯ নং স্থানে আত্তিঙ্গল
অস্তিত্ব২০০৯-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদঅদূর প্রকাশ
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
নির্বাচনের বছর২০১৯
রাজ্যকেরালা
মোট ভোটদাতা১,২৫১,৩৯৮[১]
বিধানসভা কেন্দ্র৭টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কেরালার সমগ্র তিরুবনন্তপুরম জেলার উত্তর দিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস সম্পাদনা

আত্তিঙ্গল লোকসভা কেন্দ্রে ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ১৯৫১ থেকে ১৯৫৭ অবধি এটি ত্রিবাঙ্কুর-কোচিন রাজ্যর কুইলন লোকসভা কেন্দ্র ছিলো৷ ২০০৯ সালে পুনর্গঠিত আত্তিঙ্গল লোকসভা কেন্দ্রে ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের ১৪০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[৩] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কেরালার বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের মধ্যে একটিও বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি বা তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

বারকল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

আত্তিঙ্গল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

চিরৈনকীল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

নেদুমানগড় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩০ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বামনপুরম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩১ নং বিধানসভা কেন্দ্র। এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

আরুবিকরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩৬ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷

কাট্টাঘাট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি কেরালা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত৷

সাধারণ নির্বাচন ২০১৯ সম্পাদনা

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯ : আত্তিঙ্গল
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আদুর প্রকাশ ৩ ৭৯,৪৬৯ ৩৭.৭৬ +০.১৬
সিপিআই(এম) ড. এ. সম্পত ৩,৪০,২৯৮ ৩৩.৮৬ -১১.৮১
বিজেপি শোভা সুরেন্দ্রন ২,৪৮,০৮০ ২৪.৬৮ +১৪.১৫
এসডিপিআই আজমল ইসমাইল
কাউকে নয় উপরের কাউকে নয়
জয়ের ব্যবধান ৩৯,১৭১
ভোটার উপস্থিতি ১০,০৬,০৪৮ ৭৪.৪৮
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)Kerala। Election Commission of India। ২০০৯-০৩-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৮