আতিশ পারে (উর্দু: آتش پارے‎‎) সাদত হাসান মান্টোর প্রকাশিত প্রথম ছোট গল্প সংকলন। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়, তখন মান্টো অমৃতসার থাকেন। এ সংকলনের দুটো গল্প 'তামাশা' এবং 'তাকাত কা ইমতেহাঁ' প্রথম একটি আঞ্চলিক সাপ্তাহিক আবদুল বারি আলিগ 'খালাক'-এ প্রকাশিত হয়। তবে সংকলনটি প্রকাশিত হয়েছে লাহোর থেকে, মান্টো তার মৃত পিতাকে এটি উৎসর্গ করেন।

এ সংকলনে মোট আটটি গল্প আছে:

  • খুনি ঠুক
  • ইনকালাব পাসান্দ
  • কাসিম
  • মাহি গাহির
  • তামাশা
  • তাকাত কা ইমতেহাঁ
  • দিওয়ানা সাইর
  • চোরি

কাসিমের নাম আগে ছিলো "জি আয়া সাহাব", যাইহোক এটিসহ আরও তিনটি গল্প - খুনি ঠুক, দিওয়ানা সায়ার, এবং চোরি অন্যান্য সংকলনেও অন্তর্ভুক্ত ছিলো। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. উসমানি, অধ্যাপক শামসুল হক (২০০৬)। কুলায়েতে সাদত হাসান মান্টো। এফসি ৩৩/৯, ইনস্টিটিউশনাল এরিয়া, জসোলা, নয়া দিল্লি: উর্দু প্রচারণা জাতীয় পরিষদ। পৃষ্ঠা ১৭–১৯। আইএসবিএন 978-93-5160-037-4