আজারবাইজানের জাতীয় পতাকা

জাতীয় পতাকা

আজারবাইজানের জাতীয় পতাকায় তিনটি সমান আকারের অণুভূমিক ডোরা আছে, যাদের বর্ণ যথাক্রমে নীল (উপরে), লাল (মাঝে), ও সবুজ (নিচে)। একটি সাদা বর্ণের নতুন চাঁদ, এবং ৮-কোনা একটি তারকা মাঝের লাল ডোরাটির উপরে অবস্থিত।

আজারবাইজান
নামসমূহ Azərbaycan bayrağı, Üçrəngli bayraq (তিন রঙা পতাকা)
ব্যবহার জাতীয় পতাকা এবং ensign
অনুপাত ১:২
গৃহীত ৯ নভেম্বর ১৯১৮
(পুনঃগৃহীত: ৫ ফেব্রুয়ারি ১৯৯১)
অঙ্কন নীল, লাল ও সবুজ রঙের অনুভূমিক ডোরা। লাল অংশের মাঝখানে সাদা চাঁদ ও আট কোণা তারা।
এঁকেছেন আলি বে হুসেইনজাদ

৮-কোনা তারকাটি তুর্কী জাতির ৮টি শাখাকে নির্দেশ করছে। নীল বর্ণের ডোরাটি তুর্কীদের প্রতীকি বর্ণ, সবুজ বর্ণটি ইসলাম ধর্মের প্রতীক, আর লাল বর্ণটি প্রগতিকে নির্দেশ করছে। এই পতাকাটি ১৯১০ এর দশকের শেষভাগে স্বাধীন আজারবাইজানে ব্যবহৃত হয়েছিল, তবে ১৯২০ সালে সোভিয়েত ইউনিয়ন আজারবাইজানকে দখল করার পর এর ব্যবহার বন্ধ হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আজারবাইজান স্বাধীন রাষ্ট্র হিসাবে আবার আত্ম প্রকাশ করে, এবং ১৯৯১ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখ হতে আবার এই পতাকাটি চালু হয়।[]

 
আজারবাইজানি জাতীয় পতাকার মাপ
রঙের মডেল নীল লাল সবুজ
প্যান্টোন[] 306 C Red 032 C 362 C
আরজিবি[] 0, 181, 226 (#00b5e2) 239, 51, 64 (#ef3340) 80, 158, 47 (#509e2f)

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Whitney Smith. Flag Lore Of All Nations. — Millbrook Press, 2001. — P. 13. — আইএসবিএন ৯৭৮০৭৬১৩১৭৫৩১
  2. ""Azərbaycan Respublikası Dövlət bayrağının istifadəsi qaydaları haqqında" Azərbaycan Respublikasının Qanununda dəyişiklik edilməsi barədə" (আজারবাইজানী ভাষায়)। Azərbaycan Respublikasının Milli Məclisi। 
  3. "Pantone Color Picker"। Pantone LLC। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০০৯  অজানা প্যারামিটার |home= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা