আজাদ হিন্দ মঞ্চ ( অনু. ফ্রি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম) ফরওয়ার্ড ব্লকের বিদ্রোহীদের একটি সংগঠন যারা নেতৃত্বের "অগণতান্ত্রিক কার্যকারিতা" এবং আদর্শগত বিচ্যুতি নিয়ে প্রশ্ন তোলার জন্য দল থেকে পদত্যাগ করেছে বা বহিষ্কার করেছে।[১] ২১ জুন, ২০২২-এ আলী ইমরান রামজ এবং অন্যান্য বিদ্রোহীদের নেতৃত্বে আজাদ হিন্দ মঞ্চ গঠিত হয়েছিল।[২]

আজাদ হিন্দ মঞ্চ
প্রতিষ্ঠা21 June 2022
বিভক্তিনিখিল ভারত ফরওয়ার্ড ব্লক
একীভূত হয়েছেভারতীয় জাতীয় কংগ্রেসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[তথ্যসূত্র প্রয়োজন]
সদর দপ্তরPrashant Dasgupta Bhavan
Garia, Kolkata 700084
ভাবাদর্শMarxism
Scientific Socialism
রাজনৈতিক অবস্থানLeft-wing
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

"হাতুড়ি ও কাস্তে নিয়ে লাফানো বাঘের ছবি সহ লাল পতাকাই আসল পতাকা" যা তারা এগিয়ে নিয়ে যাবে।[৩] তারা দলের কর্মীদের উপর "সুভাষবাদ" এর অযৌক্তিক মতবাদ "চাপানোর" বিরুদ্ধে আদর্শিক সংগ্রামের ডাক দিয়েছে।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা