আজাদ হিন্দ ব্যাঙ্ক

১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্যাংক

আজাদ হিন্দ ব্যাঙ্ক  ভারতের অস্থায়ী সরকার আজাদ  হিন্দ সরকারের সদর দপ্তর রেঙ্গুনে ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫ ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল।

আজাদ হিন্দ ব্যাঙ্ক
ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক
ন্যাশনাল ব্যাঙ্ক অফ আজাদ হিন্দ
ধরনসরকারি
শিল্পব্যাংকিং, অর্থনৈতিক সেবা
প্রতিষ্ঠাকাল৫ এপ্রিল ১৯৪৪
সদরদপ্তররেঙ্গুন
বাণিজ্য অঞ্চল
বর্মা, সিঙ্গাপুর এবং ভারত
প্রধান ব্যক্তি
দেবনাথ দাস
(সভাপতি)
মালিকআজাদ  হিন্দ সরকার

স্থাপনা

সম্পাদনা

১৯৪৩ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর নেতাজী সুভাষ চন্দ্র বসু অস্থায়ী ভারত সরকার তথা আজাদ হিন্দ সরকার গঠনের পরই ১৯৪৩ খ্রিস্টাব্দের  ২৩ শে অক্টোবর  ব্রিটিশদের ও তার সহযোগীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বৃটিশ শাসন হতে মুক্তিকামী ভারতীয়দের  কাছ থেকে অনুদান সংগ্রহের জন্য ও আজাদ হিন্দ ফৌজের ব্যাঙ্কিং সহায়তা প্রদানের লক্ষ্যেই সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন। জাপান অধিকৃত সমস্ত দেশে এই ব্যাঙ্কের শাখা ছিল। ব্যাঙ্কটির কারেন্সি নোট তথা মুদ্রা নোট ছিল কর্জপত্রের আকারে এক দিকেই ছাপানো থাকত। আজাদ হিন্দ সরকারের সংগৃহীত অর্থ এই ব্যাঙ্কেই জমা থাকত। শুরুতে ব্যাঙ্কটির অনুমোদিত পুঁজি ছিল ভারতীয় মুদ্রায় পাঁচ মিলিয়ন এবং তন্মধ্যে পরিশোধিত পুঁজি ছিল আড়াই মিলিয়ন। [][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Turnell, Sean (২০০৯)। Fiery Dragons: Banks, Moneylenders and Microfinance in Burma। NIAS Press। পৃষ্ঠা 133। আইএসবিএন 9788776940409। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬ 
  2. Basu, Kanailal (২০১০)। Netaji: Rediscovered। Author House। পৃষ্ঠা 77। আইএসবিএন 9781449055691। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬ 
  3. Singh, Mahim Pratap (২৬ জানুয়ারি ২০১০)। "Netaji currency made public"The Hindu। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬ 
  4. khan, Saeed (১৪ জুলাই ২০১৪)। "Mystery of Netaji's missing treasure"The Times of India। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬ 

আরো দেখুন

সম্পাদনা