জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ২০২৪

নভেম্বর ২০১৮ থেকে জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। মে ২০২২ পর্যন্ত, নতুন কোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়নি। নির্বাচনটি ২০২২ সালে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যেহেতু চূড়ান্ত সীমাবদ্ধতা রিপোর্ট ২০শে মে ২০২২ থেকে কার্যকর হয়েছে।[১][২]

আগামী জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন


জম্মু ও কাশ্মীর বিধানসভার ৯০টি আসন সবকটিতে
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪৬টি আসন
 
নেতা/নেত্রী মেহবুবা মুফতি রবিন্দর রায়না
দল জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি বিজেপি
জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন এনডিএ
নেতা হয়েছেন ২০১৬ ২০১৮
নেতার আসন - -
গত নির্বাচন ২২.৭%, ২৮টি আসন ২৩.০%, ২৫টি আসন

 
নেতা/নেত্রী ফারুক আব্দুল্লাহ গোলাম আহমাদ মীর
দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস
জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন ইউপিএ
নেতা হয়েছেন ১৯৮১ ২০০৮
নেতার আসন -[ক] -
গত নির্বাচন ২০.৮%, ১৫টি আসন ১৮.০%, ১২টি আসন

অধিষ্ঠিত মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতি শাসন



আগামী নির্বাচনটি হবে ২০১৪ সালের পর প্রথম এবং এই অঞ্চলের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং ২০১৯ সালে এর রাজ্য মর্যাদা প্রত্যাহার করার পর প্রথম নির্বাচন।[৩]

নোট সম্পাদনা

  1. ফারুক আব্দুল্লাহ শ্রীনগরের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Manhotra, Dinesh (২০২১-০৯-২৬)। "BJP hints at assembly elections in J&K in early 2022; starts preparations [details]"www.ibtimes.co.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২২ 
  2. "Assembly elections in J&K unlikely to be held for one-and-half year"Daily Excelsior (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০২ 
  3. "State Assembly Elections slated to happen in 2022"ww.oneindia.com। ২০২০-১২-০৯। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭