আখাইয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

আখাইয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Αχαΐας, ইংরেজি: Achaea Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে এএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের অপেশাদার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের পাত্রাসে অবস্থিত।

আখাইয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯২৭; ৯৭ বছর আগে (1927)
সদর দপ্তরপাত্রাস, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯২৭
সভাপতিগ্রিস আঙ্গেলোস দানিল
ওয়েবসাইটepsachaias.gr

এই সংস্থাটি আখাইয়া এফসিএ এ লীগ, আখাইয়া এফসিএ এ১ লীগ, আখাইয়া এফসিএ বি লীগ এবং আখাইয়া এফসিএ সি লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[১] বর্তমানে আখাইয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আঙ্গেলোস দানিল

তথ্যসূত্র সম্পাদনা