আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ

(আকীদাহ আল-ওয়াসিতিয়াহ থেকে পুনর্নির্দেশিত)

আল-আকিদাহ আল-ওয়াসিতিয়্যাহ (আরবি: العقيدة الواسطية) ইবনে তাইমিয়াহ লিখিত আক্বীদাহ সংক্রান্ত একটি গ্রন্থ। লেখকের আকিদাহ সংক্রান্ত অন্যান্য কাজগুলোর চেয়ে এই গ্রন্থটিকে সহজবোধ্য বলা হয়।[১] সালাফি আন্দোলনে এই গ্রন্থের বিশেষ গুরুত্ব রয়েছে। ইবনে তাইমিয়াহর এই গ্রন্থ আলেম সমাজে বেশ সমালোচিত হয়েছিলো।[২]

বইটির বিষয়বস্তু সম্পাদনা

বইটিতে ইসলামী বিশ্বাসের সবগুলো দিক আলোচনা করা হয় নি। বইটিতে কুরআন ও হাদীসে বর্ণীত আল্লাহর নাম ও গুণাবলী নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। এছাড়া ঈমানের বিভিন্ন মাসআলা, আখিরাত, তাকদির, শাফায়াত, সাহাবী, আহলে বাইত ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে। বইটিতে তাওহীদুল উলুহিয়ার (উপাসনায় একত্ববাদ) বিষয়গুলো আলোচিত হয়নি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Tamer, Georges; Krawietz, Birgit (১ সেপ্টে ২০১২)। Islamic Theology, Philosophy and Law: Debating Ibn Taymiyya and Ibn Qayyim Al-Jawziyya। Walter de Gruyter & Co। পৃষ্ঠা 194। আইএসবিএন 3110285347 
  2. Leaman, Oliver (২০০৬)। The Qur'an: An Encyclopedia। Taylor and Francis। পৃষ্ঠা 282আইএসবিএন 0415326397