আকরাবা আল জুহানি মুহাম্মাদের একজন অপ্রসিদ্ধ সাহাবা ছিলেন।[১] তিনি মুহাম্মাদের সঙ্গে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধেই মৃত্যুবরণ করেছেন।[২] বিশুর ইবনে আকরাবা (মতান্তরে বাশীর ইবনে আকরাবা) নামে তার একটি পুত্র ছিল, তিনিও সাহাবা ছিলেন।[৩]

মৃত্যু সম্পাদনা

আকরাবা আল জুহানি ৬২৫ সালে সংগঠিত উহুদের যুদ্ধে মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১৫৪। 
  2. তেহরান, উসূদুল গাবা, ইবনুল আসির, ১২৮৬ হি., ৩খন্ড। পৃষ্ঠা ৪২২। 
  3. আল-ইসাবা, আল-আসকালানী, মিসর ১৩২৮, ২খণ্ড। পৃষ্ঠা ৪৯৩।