আকবর শাহ খান নাজিবাবাদী

ভারতীয় মুসলিম ইতিহাসবিদ
(আকবর শাহ নাজিবাবাদী থেকে পুনর্নির্দেশিত)

আকবর শাহ খান নাজিবাবাদী (১৮৭৫ - ১০ মে ১৯৩৮) একজন ভারতীয় সুন্নি মুসলিম ইতিহাসবিদ। তিনি তিন খণ্ডে রচিত তারিখ-ই-ইসলাম গ্রন্থ লিখেছিলেন।[১]

আকবর শাহ খান নাজিবাবাদী
ক্যালিগ্রাফিতে আকবর শাহ খান নাজিবাবাদীর নাম
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮৭৫
নাজিবাবাদ, বিজনোর, যুক্ত প্রদেশ (ব্রিটিশ ভারত)
মৃত্যু১০ মে ১৯৩৮(1938-05-10) (বয়স ৬২–৬৩)
ধর্মইসলাম (জন্ম — ১৯০৬)
আহমদীয়া (১৯০৬ — ১৯১৫)
ইসলাম (১৯১৬ — মৃত্যু)
আখ্যাসুন্নি ইসলাম
উল্লেখযোগ্য কাজতারিখে ইসলাম
কাজইতিহাসবিদ

জীবনী সম্পাদনা

নাজিবাবাদী ১৮৭৫ সালে ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশের বিজনোরের নাজিবাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৮৯৭ সালে নাজিবাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে নাজিবাবাদের উচ্চ বিদ্যালয়ে ফারসি পড়ান।[২]

১৯০৬ এবং ১৯১৪ সালে তিনি কাদিয়ানে অবস্থান করেন এবং আহমদিবাদ গ্রহণ করেন । তিনি মির্যা গোলাম আহমদের উত্তরসূরি হাকিম নুরুদ্দীনের নিকট ধর্মীয় শিক্ষালাভ করেন এবং দুই খণ্ডে তার জীবনী রচনা করেছিলেন, যার নাম ছিল মিরকাতুল ইয়াকীন ফি হায়াতি নুরুদ্দীন। যার দ্বিতীয় খন্ড অপ্রকাশিত থেকে যায় তার সুন্নি ইসলাম মতবাদে প্রত্যাবর্তন করার কারনে।[৩] কাদিয়ানে নাজিবাবাদী পাঁচ বছর আহমদিপন্থি মাদ্রাসা নুর আল-ইসলামের সুপারিনটেনডেন্ট ছিলেন।

নূরুদ্দিনের মৃত্যুর পর নাজিবাবাদী মির্জা বশিরুদ্দীন মাহমুদ আহমদের চিন্তাধারায় প্রত্যাবর্তন করলেও তার সাথে আর একমত হতে পারেননি। ১৯১৫ সালের মাঝামাঝি পর্যন্ত নাজিবাবাদী আহমদীদের লাহোরি গ্রুপের সাথে যুক্ত ছিলেন।[৩] কিছু সময়ের জন্য লাহোরি গ্রুপের সাথে যুক্ত থাকার পরে তিনি আবার সুন্নি ইসলাম মতবাদে ফিরে আসেন।[২]

১৯১৬ সালে নাজিবাবাদী "ইবরত" নামে একটি সাময়িকী আরম্ভ করেছিলেন, যার সহযোগী ছিলেন আবদুল হালিম শারার এবং আসলাম জয়রাজপুরী। মুহাম্মদ ইকবালও এতে কবিতা প্রকাশ করেছিলেন।[২] জাফর আলী খানের কারাবাসের সময় তিনি এক বছরের জন্য তৎকালীন পাকিস্তানের জমিদার নামক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৩৭ সালের জুনে নাজিবাবাদীর পেটে পীড়া আরম্ভ হয়, যার ফলে ১৯৩৮ সালের ১০ ই মে তার মৃত্যু হয়।[২]

রচনাবলী সম্পাদনা

নাজিবাবাদীর রচনাবলীর মধ্যে রয়েছে:[২]

  • তারিখ-ই-ইসলাম (৩ খণ্ড)
  • তারিখ-ই-নাজিবাবাদ
  • জং-ই-আঙ্গুরা
  • নবাব আমির খান
  • গায়ে আর আর উসকি তারিখি আজমত
  • বেদ অর উসকি কুদামত
  • হিন্দু আওর মুসালমানোঁ কা ইত্তেফাক
  • আয়না হকিকত নুমা[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Masood Alam Falahi। Hindustan mai Zat-Pat awr Musalman (Urdu ভাষায়) (May 2007 সংস্করণ)। Al-Qazi Publishers। পৃষ্ঠা 162। 
  2. Akbar Shah Najibabadi। "Biographical sketch by Javed al-Hasan Siddiqi"। Qawl-e-Haq (Urdu ভাষায়) (2016 সংস্করণ)। Areeb Publications। পৃষ্ঠা 15–20। 
  3. Dr Umar Farooq। "مولانا اکبر شاہ نجیب آبادی کا قادیانیت سے تعلق واِنقطاع"ahrar.org.pk (Urdu ভাষায়)। Majlis-e-Ahrar-ul-Islam। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০