আকনাদি

উদ্ভিদের প্রজাতি

আকনাদি, আকন্দি, আকন্দি, নিমুকা, মাকান্দি, বেম্মকপাট লতা (বৈজ্ঞানিক নাম: Stephania japonica) (ইংরেজি: snake vine)[১] হচ্ছে Menispermaceae পরিবারের Stephania গণের একটি সপুষ্পক লতা।

আকনাদি
Stephania japonica
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Tracheophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Ranunculales
পরিবার: Menispermaceae
গণ: Stephania
প্রজাতি: Stephania japonica
দ্বিপদী নাম
Stephania japonica
(Carl Peter Thunberg
প্রতিশব্দ

Stephania intertexta Miers
Menispermum japonicum Thunb.
Menispermum japonicum C.P. Thunberg ex A. Murray
Cocculus japonicus DC.

বিবরণ সম্পাদনা

আকনাদি একটি লতানো উদ্ভিদ। এটি কোনো বেড়া বা গাছকে অবলম্বন করে বেড়ে উঠে। এর পাতা ২ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং বেশ চকচকে প্রায় ত্রিনাকৃতি । এর বোঁটা পাতার প্রায় মাঝ খান থেকে বেরিয়ে আসে। এর বীজ কিছুটা ঘোড়ার খুরের ন্যায় গোলাকার। বর্ষাকালে ফুল ও শরতের শেষে ফল ধরে। [২]

বিস্তৃতি সম্পাদনা

ভারত, অস্ট্রেলিয়া, মালয়, আফ্রিকার উষ্ণ ও নাতিশীতোষ্ণ সব অঞ্চলেই আর বাংলার প্রায় সব জায়গায়ই এই লতা গাছ দেখা যায়। এছাড়াও যেমন নেপাল, মিয়ানমার, সিন্ধু, প্রদেশে এই উদ্ভিদ পাওয়া যায়।[৩]

ঔষধি গুনাগুন সম্পাদনা

এই ভেষজটি প্রধানভাবে কাজ করে আমাশয়ে, পক্কাশয়ে, অগ্নাশয়ে ও শোণিতা শয়ের ক্ষেত্রে। অপরপক্ষে রসবহ স্রোতেও এর কার্য খুবই লক্ষনীয়। গর্ভাশয়ে বাহ্য ও আভ্যন্তর দুই ক্ষেত্রে এটির উপযোগিতা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. English Names for Korean Native Plants (পিডিএফ)। Pocheon: Korea National Arboretum। ২০১৫। পৃষ্ঠা 647। আইএসবিএন 978-89-97450-98-5। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭Korea Forest Service-এর মাধ্যমে। 
  2. আয়ূর্বেদাচার্য শিবকালী ভট্রচার্য, চিরঞ্জীব বনৌষধি' খন্ড ২, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা,৩৪৭
  3. Les Robinson - Field Guide to the Native Plants of Sydney, আইএসবিএন ৯৭৮-০-৭৩১৮-১২১১-০ page 336