আকনাদি
আকনাদি, আকন্দি, আকন্দি, নিমুকা, মাকান্দি, বেম্মকপাট লতা (বৈজ্ঞানিক নাম: Stephania japonica) (ইংরেজি: snake vine)[১] হচ্ছে Menispermaceae পরিবারের Stephania গণের একটি সপুষ্পক লতা।
আকনাদি Stephania japonica | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Tracheophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Ranunculales |
পরিবার: | Menispermaceae |
গণ: | Stephania |
প্রজাতি: | Stephania japonica |
দ্বিপদী নাম | |
Stephania japonica (Carl Peter Thunberg | |
প্রতিশব্দ | |
Stephania intertexta Miers |
বিবরণ
সম্পাদনাআকনাদি একটি লতানো উদ্ভিদ। এটি কোনো বেড়া বা গাছকে অবলম্বন করে বেড়ে উঠে। এর পাতা ২ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং বেশ চকচকে প্রায় ত্রিনাকৃতি । এর বোঁটা পাতার প্রায় মাঝ খান থেকে বেরিয়ে আসে। এর বীজ কিছুটা ঘোড়ার খুরের ন্যায় গোলাকার। বর্ষাকালে ফুল ও শরতের শেষে ফল ধরে। [২]
বিস্তৃতি
সম্পাদনাভারত, অস্ট্রেলিয়া, মালয়, আফ্রিকার উষ্ণ ও নাতিশীতোষ্ণ সব অঞ্চলেই আর বাংলার প্রায় সব জায়গায়ই এই লতা গাছ দেখা যায়। এছাড়াও যেমন নেপাল, মিয়ানমার, সিন্ধু, প্রদেশে এই উদ্ভিদ পাওয়া যায়।[৩]
ঔষধি গুনাগুন
সম্পাদনাএই ভেষজটি প্রধানভাবে কাজ করে আমাশয়ে, পক্কাশয়ে, অগ্নাশয়ে ও শোণিতা শয়ের ক্ষেত্রে। অপরপক্ষে রসবহ স্রোতেও এর কার্য খুবই লক্ষনীয়। গর্ভাশয়ে বাহ্য ও আভ্যন্তর দুই ক্ষেত্রে এটির উপযোগিতা রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ English Names for Korean Native Plants (পিডিএফ)। Pocheon: Korea National Arboretum। ২০১৫। পৃষ্ঠা 647। আইএসবিএন 978-89-97450-98-5। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭ – Korea Forest Service-এর মাধ্যমে।
- ↑ আয়ূর্বেদাচার্য শিবকালী ভট্রচার্য, চিরঞ্জীব বনৌষধি' খন্ড ২, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা,৩৪৭
- ↑ Les Robinson - Field Guide to the Native Plants of Sydney, আইএসবিএন ৯৭৮-০-৭৩১৮-১২১১-০ page 336