আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মহেশতলা , পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ তে অবস্থিত একটি সরকারি উচ্চ বিদ্যালয়।[১][২][৩]

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়
অবস্থান
আকড়া কৃষ্ণনগর স্কুল রোড , মহেশতলা , কলকাতা ৭০০১৪০ , পশ্চিমবঙ্গ , ভারত
তথ্য
ধরনসরকারি বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯২৪
বিদ্যালয় বোর্ডপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ , পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষপশ্চিমবঙ্গ সরকার
প্রধান শিক্ষকঅসিত বরণ রায়
অনুষদমানবিক , বিজ্ঞান , বাণিজ্য
শ্রেণীপঞ্চম থেকে দ্বাদশ
শিক্ষা ব্যবস্থাবাংলা

ইতিহাস

সম্পাদনা

আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার সময় এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এর অন্তর্গত শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয় ছিল ,পরবর্তীকালে এই বিদ্যালয়টি উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ - এর অনুমোদন লাভ করে এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রূপে আত্মপ্রকাশ করে। প্রথমদিকে বিদ্যালয়টি উচ্চমাধ্যমিকের বিষয় হিসেবে কলা এবং বিজ্ঞান বিভাগ ছিল ,পরবর্তীকালে ২০১৯ সালে বাণিজ্য বিভাগও শুরু করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Akra Krishnanagar High School (H.S) আকড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় ( উচ্চ মাধ্যমিক) - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪ 
  2. www.google.com (পিডিএফ) https://www.wb.gov.in/duare_sarkar/Camp_Schedule.pdf। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "AKRA KRISHNA NAGAR HIGH SCHOOL - Ward-20, District South Twenty Four Pargan (West Bengal)"schools.org.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৪