আউন্স
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আউন্স (ইংরেজি: Ounce) হল ওজন ও আয়তন পরিমাপের একক বিশেষ। ব্ৰিটিশ শাসনামলে প্ৰচলিত এই এককের ব্যবহার বৰ্তমান প্ৰায় অপ্ৰচলিত। সংক্ষেপে ‘১ আউন্স’ একক ‘1 Oz’ লেখা হয়। কঠিন পদাৰ্থের ওজন ক্ষেত্ৰে ১ আউন্স= প্ৰায় ২৮.৩৫ গ্ৰাম তরল পদাৰ্থের ওজনের ক্ষেত্ৰে ১ আউন্স= প্ৰায় ২৮.৪৩ ঘন সেন্টিমিটার।
আউন্স | |
---|---|
একক পদ্ধতি | ইম্পেরিয়াল ব্যবস্থা |
যার একক | পরিমাপন |
প্রতীক | ℥ |
ব্যুৎপত্তি
সম্পাদনাআউন্স প্রাচীন রোমান আনসিয়া থেকে উদ্ভূত, প্রাচীন রোমান একক পরিমাপের একটি একক যার ওজন প্রায় ২৭.৩৫ গ্রাম বা ০.৯৬৭ অ্যাভোয়ার্ডুপোইস আউন্স,[১] যা ছিল রোমান পাউন্ডের (লিব্রা) এক দ্বাদশাংশ (১⁄১২)।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ronald Zupko। "Measurement system"। Encyclopedia Britannica।
- ↑ "Charlton T. Lewis, Charles Short, A Latin Dictionary, uncĭa"। www.perseus.tufts.edu। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩০।