আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ
বিশ্বকাপের যোগ্যতা লীগ
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ বিশ্ব ওডিআই ক্রিকেটের প্রথম স্তর যার মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণের সরাসরি সুযোগ পাওয়া যায়। ২০১৯ সালে ১৩টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয় এবং আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপএর স্থান গ্রহণ করে।[১] এই প্রতিযোগিতার শেষের দলগুলির নিয়মানুযায়ী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ নামক দ্বিতীয় স্তরে অবনমন ঘটে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
প্রথম টুর্নামেন্ট | ২০২০-২৩ |
দলের সংখ্যা | ১৩ |
ওয়েবসাইট | icc-cricket.com |
২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ |
মৌসুম
সম্পাদনামৌসুম | বিজয়ী | রানার্স আপ | ৩য় স্থান |
---|---|---|---|
২০২০-২৩ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | বাংলাদেশ |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ de Jong, Bertus (১৬ আগস্ট ২০১৯)। "Explainer: With 2023 Cricket World Cup qualifying process underway, here's a breakdown of ICC's new-look league structure"। Firstpost। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯।