আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ ওডিআই ক্রিকেটের তৃতীয় স্তর যার মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের সুযোগ পাওয়া যায়। ২০১৯ সালে ১২টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ডিভিশনের স্থান গ্রহণ করে।[]

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
প্রথম টুর্নামেন্ট২০১৯-২২
দলের সংখ্যা১২
ওয়েবসাইটicc-cricket.com
২০১৯-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ

এই প্রতিযোগিতার প্রথম দিকের দলগুলি নিয়মানুযায়ী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ নামক দ্বিতীয় স্তরে উত্তীর্ণ হয়।

এছাড়া, শেষের দলগুলি প্রতিযোগিতা থেকে বিদায় নেয়, পাশাপাশি আইসিসির বিশ্বকাপে অংশগ্রহণের সিস্টেমের থেকে নির্গত হয়ে যায়, বদলে নতুন দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[][]

আসর বিজয়ী পদোন্নতি (লিগ ২) অবনমন (বহিঃসিস্টেম) লিগ ২ থেকে অবনমন বহিঃসিস্টেম থেকে পদোন্নতি
২০১৯-২২   জার্সি (গ্রুপ বি)
  কানাডা (গ্রুপ এ)
  জার্সি (গ্রুপ বি)
  কানাডা (গ্রুপ এ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  2. "ICC launches the road to India 2023"International Cricket Council। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯ 
  3. "ICC Men's Cricket World Cup 2023 Qualification Pathway Frequently Asked Questions" (পিডিএফ)International Cricket Council। ১২ আগস্ট ২০১৯। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা