আইমারা ভাষাসমূহ
(আইমারান ভাষাসমূহ থেকে পুনর্নির্দেশিত)
আইমারা ভাষাসমূহ দক্ষিণ আমেরিকান আদিবাসী আমেরিকান ভাষাসমূহের একটি দল, যেগুলি দক্ষিণ পেরুর উচ্চভূমি এবং সংলগ্ন বলিভীয় এলাকাগুলি নিয়ে গঠিত একটি বেশ বড় অঞ্চল জুড়ে প্রচলিত। কিছু ভাষাবিদ আইমারা ভাষাসমূহ ও কেচুয়া ভাষাসমূহকে একত্রে কেচুমারা নামের একটি বৃহৎ দলের অন্তর্গত বলে মনে করেন।
আইমারা | |
---|---|
জাকি, আরু | |
ভৌগোলিক বিস্তার | কেন্দ্রীয় দক্ষিণ আমেরিকা, আন্দেস পর্বতমালা |
ভাষাগত শ্রেণীবিভাগ | কেচুমারা ?
|
উপবিভাগ | |
আইএসও ৬৩৯-২/৫ | que |