আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট

আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ইভি (সাধারণত আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট (জার্মান উচ্চারণ: [ˈʔaɪntʁaxt ˈfʁaŋkfʊʁt]) নামে পরিচিত) একটি ফ্রাঙ্কফুর্ট ভিত্তিক জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে।[১] এই ক্লাবটি ১৮৯৯ সালের ৮ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট তাদের সকল হোম ম্যাচ ফ্রাঙ্কফুর্টের কমেরৎসব্যাংক-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫১,৫০০।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অলিভার গ্লাসনার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পিটার ফিশার। আর্জেন্টিনীয় রক্ষণভাগের খেলোয়াড় দাবিদ আনহেল আব্রাম এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট
Eintracht Frankfurt Logo.svg
পূর্ণ নামআইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ইভি
ডাকনামডি আডলার (ঈগল)
এসজিই (স্পোর্টগেমাইন্ডে আইন্ট্রাখট)
লাউনিশে ডিভা (মনমরা ডিভা)
প্রতিষ্ঠিত৮ মার্চ ১৮৯৯; ১২৪ বছর আগে (1899-03-08)
মাঠডয়শে ব্যাংক পার্ক
ধারণক্ষমতা৫১,৫০০
সভাপতিজার্মানি পিটার ফিশার
জার্মানি ফ্রেডি ববিচ
জার্মানি অলিভা ফ্রাঙ্কেনবাখ
জার্মানি আক্সেল হেলমান
ম্যানেজারঅস্ট্রিয়া অলিভার গ্লাসনার
লিগবুন্দেসলিগা
২০২১–২২১১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ১টি ২. বুন্দেসলিগা এবং ৫টি ডিএফবি-পোকাল শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা কাপ শিরোপা এবং ১টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা রয়েছে।

অর্জনসম্পাদনা

ঘরোয়াসম্পাদনা

ইউরোপীয়সম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Die Gründungsmitglieder der Bundesliga"kicker। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  2. "Frankfurter Waldstadion wird Commerzbank-Arena"Frankfurter Allgemeine। ২৫ ফেব্রুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  3. "Germany – Eintracht Frankfurt – Results, fixtures, squad, statistics, photos, videos and news"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট