আইদিন প্রদেশ

তুরস্কের প্রদেশ

আইদিন প্রদেশ (তুর্কি: Aydın ili) তুরস্কের দক্ষিণ-পশ্চিম অবস্থিত একটি প্রদেশ, যেটি এজিয়ান অঞ্চলের অন্তর্গত। প্রদেশটির রাজধানী শহরের নাম হচ্ছে আইদিন। ২০০০ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় ১৫০,০০০ জন এর মত। প্রদেশটির অন্যান্য দুইটি উল্লেখযোগ্য শহরের মধ্যে দিদিম এবং কুয়াদাসি অন্যতম।

আইদিন প্রদেশ
Aydın ili
তুরস্ক প্রদেশ
তুরস্কের আইদান প্রদেশের অবস্থান
তুরস্কের আইদান প্রদেশের অবস্থান
দেশতুরস্ক
অঞ্চলআগিয়ান
উপঅঞ্চলআইদিন
সরকার
 • নির্বাচনী জেলাআইদনি
আয়তন
 • মোট৮,০০৭ বর্গকিমি (৩,০৯২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৮)[১]
 • মোট১০,৯৭,৭৪৬
 • জনঘনত্ব১৪০/বর্গকিমি (৩৬০/বর্গমাইল)
এলাকা কোড০০২৫৬
যানবাহন নিবন্ধন০৯

ভৌগোলিক অবস্থানসম্পাদনা

প্রতিবেশী প্রদেশের মধ্যে উত্তর পূর্বে মানিসা, উত্তরে ইজমির, পূর্বে ডেনিজলি, দক্ষিণে মুয়ালার অবস্থান করছে।

জেলাসম্পাদনা

আইদিন প্রদেশ ১৭টি জেলা নিয়ে গঠিত হয়েছে। নিম্নে তুলে ধরা হল:

উদ্ভিদকুলসম্পাদনা

গ্রামাঞ্চলের বেশিরভাগ অঞ্চলেই ডুমুর, জলপাই এবং সাইট্রাস গাছ দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Population of provinces by years - 2000-2018"। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:Districts of Turkey টেমপ্লেট:Provinces of Turkey