আইজ্যাক এনটিয়ামোহ

আইজ্যাক এনটিয়ামোহ (জন্ম ২৭ অক্টোবর ১৯৮২) একজন অস্ট্রেলীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার

আইজ্যাক এনটিয়ামোহ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1982-10-27) ২৭ অক্টোবর ১৯৮২ (বয়স ৪২)
ক্যানবেরা, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি
ক্রীড়া
দেশ অস্ট্রেলিয়া
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগ৪ × ১০০ মিটার রিলে

তিনি অস্ট্রেলিয়ান ৪ × ১০০ মিটার রিলে দলের একজন সদস্য ছিলেন যারা ২০১২ লন্ডন অলিম্পিকে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করার সময় অস্ট্রেলিয়ান রেকর্ডের সমান গিয়েছিল। [] ফাইনালে দলটি ষষ্ঠ হয়েছে। তিনি ২০১০ কমনওয়েলথ গেমসে রিলেতেও চতুর্থ স্থান অধিকার করেছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা