গ্রিক পুরাণে, আইগেউস (প্রাচীন গ্রিক ভাষায়: Αἰγεύς আইগেউ্যস্‌) ছিল দ্বিতীয় পান্দিওনপাইলিয়ার পুত্রদের একজন এবং পাল্লাস, নিসোসলাইকোসের ভাই। সে রাজা পিত্থেউসের কন্যা আইথ্রাকে বিয়ে করে। তাদের থেসেউস নামে একটিমাত্র পুত্র ছিল।