আইএনএস সিন্ধুকীর্তি (এস৬১)

ভারতীয় নৌবাহিনী ডিজেল-বৈদ্যুতিন ডুবোজাহাজ

আইএনএস সিন্ধুকীর্তি (সিন্ধুঘোষ-শ্রেণি) ভারতীয় নৌবাহিনী ডিজেল-বৈদ্যুতিন ডুবোজাহাজ। এটি সোভিয়েত ইউনিয়নের অ্যাডমিরাল্টি শিপইয়ার্ড এবং সেবম্যাশে নির্মিত হয়।

এইটা একটি ডুবোজাহাজ যা আইএনএস সিন্ধুকীর্তি (এস৬১)এর সাথে সাদৃশ্যপুর্ন

১৯৮৯ সালের ৯ ডিসেম্বর, রামদাস দ্বারা কমিশন আদেশে স্বাক্ষর করার মধ্যদিয়ে সিন্ধুকীর্তি সোভিয়েত ইউনিয়নে কমিশন লাভ করে। ২০০৬ সালের জুন থেকে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে দীর্ঘমেয়াদী "মেরামত " করা হয়। সংস্করণটি ৩ বছরে শেষ হওয়ার কথা ছিল, তবে ধারাবাহিক ভাবে বিলম্বের কারণে ডুবোজাহাজের প্রত্যাবর্তন স্থগিত করা হয়।[১] অয়ুকালের এক তৃতীয়াংশ মেরামতির জন্য কাটিয়ে, অবশেষে ২৩ শে মে ২০১৫ সালে পরিষেবায় ফিরে আসে।[২]

বিবরণ সম্পাদনা

সিন্ধুকীর্তির দৈর্ঘ্য ৭২.৬ মিটার (২৩৮ ফুট), জাহাজের সবচেয়ে প্রস্থ অংশ ৯.৯ মিটার (৩২ ফুট) এবং গভীরতা বা খসড়া ৬.৫ মিটার (২১ ফুট)।

পরিচালনাগত পরিষেবা ও মেরামত সম্পাদনা

আইএনএস সিন্ধুকীর্তি ১৯৮৯ সালের ৯ ডিসেম্বর কানন রামদাস দ্বারা কমিশন লাভ করে। এটি দশটি সিন্ধুঘোষ-শ্রেণির ডুবোজাহাজের মধ্যে সপ্তম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Russia delayed sub refit to weaken shipyard?"। Business Standard। ২ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "Navy gets INS Sindhukirti back"। Business Standard। ২৩ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৫