অ্যারিজোনা স্টেট রুট ৯২

স্টেট রুট ৯২ (এসআর ৯২) যুক্তরাস্ট্রের অ্যারিজোনায় অবস্থিত একটি রাজ্য মহাসড়ক। রাস্তাটি দেখতে অনেকটা ইংরেজি আদ্যক্ষর এল এর মতো। এটি এসআর ৯০ (সিয়েরা ভিসতা) থেকে আরম্ভ হয়ে বিসবির ট্রাফিক সার্কেলের এসআর ৪৮০ তে গিয়ে শেষ হয়। পুরো রাস্তাটি চোশি কাউন্টিতে অবস্থিত। ১৯৩০ সালে সেই রাস্তাটির নামকরণ এবং তৈরী করা হয়। আগের রাস্তাটি বর্তমান রাস্তার তুলনায় লম্বা ছিল সিয়েরা ভিসতা পর্যন্ত। তবে ১৯৬০ সালে রাস্তাটিকে বর্তমান দৈর্ঘ্যে কমিয়ে আনা হয়।

State Route 92 marker

State Route 92

পথের তথ্য
এডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৩৩.৯১ মা[১] (৫৪.৫৭ কিমি)
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত: SR ৯০ এসআর ৯০, সিয়েরা ভিসতা
পূর্ব প্রান্ত: SR ৮০ এসআর ৮০, বিসবি
মহাসড়ক ব্যবস্থা
  • অ্যারিজোনা অঙ্গরাজ্যের মহাসড়ক ব্যবস্থা
SR ৯০ SR ৯৩

রাস্তার বিবরণ সম্পাদনা

এসআর ৯২ সিয়েরা ভিসতার সংযোগ-সড়ক ফ্লাই বুলভার্ড থেকে শুরু হয়। এরপর রাস্তাটি উত্তরদিকে চলতে থাকে। এখানে রাস্তাটি দক্ষিণদিকে সিয়েরা ভিসতার আবসিক এলাকার ডেজার্ট ট্রেইন দিয়ে চলতে থাকে। তারপর এসআর ৯২ নিক্সভ্যালি শহরের কর্নাডো ন্যাশনাল ফরেস্ট (হুয়াচুসা পার্বত্য এলাকায় অবস্থিত) পশ্চিমদিক থেকে অতিক্রম করে। রাস্তাটি এরপর মেক্সিকো-ইউএস সীমান্ত ধরে পূর্বদিকে চলতে থাকে। এসআর ৯২ পালমিনাস শহর অতিক্রম করে উত্তর দিকে মোড় নেয়। অবশেষে রাস্তাটি বিসবি শহরে প্রবেশ করে ট্রাফিক সার্কেলের এসআর ৮০ তে গিয়ে সমাপ্ত হয়।[২]

রাস্তাটি রক্ষনাবেক্ষন করে থাকে অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান (এডিওটি)। এডিওটি রক্ষনাবেক্ষনের অংশ হিসেবে, প্রতিবছর রাস্তাটি দিয়ে চলাচলকৃত যানবাহনের পরিসংখ্যান প্রকাশ করে। অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক (এএডিটি) দিয়ে এই পরিসংখ্যান করা হয়। ২০০৯ সালে এডিওটির তথ্যমতে রাস্তাটি দিয়ে সর্বনিম্ন ৩,৭০০ টি থেকে সর্বোচ্চ ৩১,০০০টি যানবাহন চলাচল করে।[৩] এসআর ৯২ এর কোন অংশই জাতীয় মহাসড়ক ব্যবস্থার অংশ নয়[৪], যেটি কিনা একটি দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং চলাচলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।[৫]

ইতিহাস সম্পাদনা

এরআর ৯২ , ১৯৩৫ থেকে ১৯৩৮ সালের দিকে এসআর ৮২ এর নিকটে ওয়েটস্টোন এর কাছে তৈরী করা হয়। এরপর রাস্তাটি সিয়েরা ভিসতা বরাবর চলতে থাকে। এখান থেকে এটি পূর্বদিকে চলতে থাকে এবং পরে বিসবিতে দক্ষিণ দিকে মোড় নেয়।[৬][৭] সেই সময় রাস্তাটিকে পাঁকা সড়কে পরিনত করা হলেও উত্তর অংশ ছিল আধাপাঁকা।[৭] পরবর্তিতে ১৯৪২ সালে, বাকি অংশও বাধিয়ে ফেলা হয়।[৮][৯] কিন্তু ১৯৬১ এবং ১৯৬৩ সালে এসআর ৯০, এসআর ৯২ এর কিছু অংশ নিয়ে নেয় বিসবিতে।[১০][১১] তারপর থেকে রাস্তাটি অপরিবর্তিত অবস্থায় বিদ্যমান রয়েছে।[২]

মুখ্য অংশবিশেষ সম্পাদনা

সম্পূর্ণ রুট হল চোশি কাউণ্টি-এ।

অবস্থানমাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
সিয়েরা ভিসতা০.০০০.০০এসআর ৯০ Error: Invalid type: এসআর  – বেনসন, বিসবিModule:Jct error: Invalid route type
বিসবি৩৩.৯১৫৪.৫৭এসআর ৮০ Error: Invalid type: এসআর  – বিসবি, ডগলাসModule:Jct error: Invalid route typeট্রাফিক সার্কেল
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata
  1. Multimodal Planning Division (সেপ্টেম্বর ৫, ২০০৩)। "2008 ADOT Highway Log" (পিডিএফ)Arizona Department of Transportation। পৃষ্ঠা 243–244। ডিসেম্বর ২৮, ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০০৭ 
  2. গুগল (২০০৮-০৪-২৮)। "overview map of SR 92" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৮ 
  3. Arizona Department of Transportation। "State Highway Traffic Log" (পিডিএফ)। Arizona Department of Transportation। পৃষ্ঠা 27। এপ্রিল ১৩, ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩, ২০১১ 
  4. Multimodal Planning Division (সেপ্টেম্বর ২০০৯)। National Highway System (পিডিএফ) (মানচিত্র)। Arizona Department of Transportation। ১৩ এপ্রিল ২০১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১১ 
  5. "The National Highway System"। Federal Highway Administration। আগস্ট ২৬, ২০১০। সংগ্রহের তারিখ জানুয়ারি ১, ২০১১ 
  6. Road Map of Arizona (মানচিত্র)। Arizona Highway Department। ১৯৩৫। আগস্ট ৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১ 
  7. Road Map of Arizona and New Mexico (মানচিত্র)। Rand McNally। ১৯৩৮। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১ 
  8. Road Map of Arizona (মানচিত্র)। Arizona Highway Department। ১৯৪১। মার্চ ২৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১ 
  9. Road Map of Arizona (মানচিত্র)। Arizona Highway Department। ১৯৪২। নভেম্বর ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১ 
  10. Road Map of Arizona (মানচিত্র)। Rand McNally দ্বারা মানচিত্রাঙ্কন। Arizona Highway Department। ১৯৬১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১ 
  11. Road Map of Arizona (মানচিত্র)। Rand McNally দ্বারা মানচিত্রাঙ্কন। Arizona Highway Department। ১৯৬৩। জুন ২১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১১