অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয়
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (অ্যারিজোনা স্টেট বা এএসইউ) ফিনিক্স মহানগর এলাকার[১] একটি সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।[২] ১৩তম অ্যারিজোনা টেরিটোরিয়াল আইনসভা দ্বারা ১৮৮৫ সালের প্রতিষ্ঠিত, অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয় হল যুক্তরাষ্ট্রে তালিকাভুক্তির মাধ্যমে বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একটি।[৩]
অ্যারিজোনা বোর্ড অব রিজেন্টস দ্বারা নিয়ন্ত্রিত তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, এএসইউ হল ইউনিভার্সিটিস রিসার্চ অ্যাসোসিয়েশনের সদস্য এবং "আর১: ডক্টরাল ইউনিভার্সিটিস – খুব উচ্চ গবেষণা কার্যকলাপ"-এর মধ্যে শ্রেণীবদ্ধ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ASU Campuses and Locations"। campus.asu.edu। মার্চ ৩০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১১, ২০১৭।
- ↑ "ASU: What do we need to become?"। ASU Office of the President। Arizona State University। জুন ২৮, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ "ASU – One University in Many Places"। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। জুন ৭, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।