অ্যান্ড্রু পার্সি
ব্রিটিশ রাজনীতিবিদ
অ্যান্ড্রু থিকস্টোন পার্সি[১] (জন্ম ১৮ সেপ্টেম্বর ১৯৭৭) [২] একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে ব্রিগ এবং গুলের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পার্লামেন্টের অনেক গোষ্ঠীর সক্রিয় সদস্য, যার মধ্যে রয়েছে তরুণদের জন্য আর্থিক শিক্ষার জন্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, ইয়র্কশায়ার এবং নর্দান লিংকনশায়ারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বিরোধী বেটার অফ আউট গ্রুপের সদস্য।
পার্সি ২০১৭ সালের মার্চ মাসে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হন, চার্চ অফ ইংল্যান্ডে বাপ্তিস্ম নিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয় থেকেই ইহুদি সম্প্রদায়ের সাথে তার পরিচয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নং. 61230"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৮ মে ২০১৫।
- ↑ "Andrew Theakstone PERCY - Personal Appointments (free information from Companies House)"। beta.companieshouse.gov.uk। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ Frazer, Jenni (৩০ মার্চ ২০১৭)। "My auntie always said we were Jewish!"। The Jewish Chronicle। ৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।