অ্যান্টনি মিনজেলা
অ্যান্টনি মিনজেলা, সিবিই (ইংরেজি: Anthony Minghella; ৬ জানুয়ারি ১৯৫৪ – ১৮ মার্চ ২০০৮)[১] ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[২]
অ্যান্টনি মিনজেলা | |
---|---|
Anthony Minghella | |
জন্ম | রাইড, আইল অব উইট, ইংল্যান্ড | ৬ জানুয়ারি ১৯৫৪
মৃত্যু | ১৮ মার্চ ২০০৮ | (বয়স ৫৪)
মাতৃশিক্ষায়তন | হাল বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৮১-২০০৮ |
দাম্পত্য সঙ্গী | ইভোন মিলার ক্যারোলিন চোয়া (বি. ১৯৮৫) |
সন্তান | ২ |
আত্মীয় | ডমিনিক মিনজেলা (ভাই) |
তিনি ১৯৯৬ সালে দি ইংলিশ পেশন্ট ছবি নির্মাণ করে শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দি ইংলিশ পেশন্ট (১৯৯৬) ও দ্য টেলেন্টেড মিস্টার রিপলি (১৯৯৯)-এর জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য এবং দ্য রিডার (২০০৮) ছবির জন্য মরণোত্তর প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন। তার পরিচালিত কোল্ড মাউন্টেন (২০০৩) ছবিটি সাতটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং একটি বিভাগে পুরস্কার অর্জন করে।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামিনজেলা ১৯৫৪ সালের ৬ই জানুয়ারি আইল অব উইটের রাইডে জন্মগ্রহণ করেন। তার পিতা এদোয়ার্দো মিনজেলা ইংল্যান্ডে একজন ইতালীয় অভিবাসী হিসেবে আগমন করেন। তার মাতা গ্লোরিয়া আলবার্টা আর্চারি লিডসে জন্মগ্রহণ করেছিলেন।[৩][৪] তার মাতার পূর্বপুরুষগণ মধ্য ইতালির লাজিও অঞ্চলের ছোট গ্রাম ভালভরির অধিবাসী ছিলেন। তার পরিবারে রাইডে ১৯৮০-এর দশক পর্যন্ত একটি ক্যাফে পরিচালনা করত এবং এর পূর্বে ১৯৫০-এর দশক পর্যন্ত ইতালীয়-ধাঁচের আইসক্রিম প্রস্তুত ও বিক্রয়ের সাথে জড়িত ছিল।[৫] মিনজেলারা পাঁচ ভাইবোন। তার এক বোন লরেট্টা মিনজেলা ও এক ভাই ডমিনিক মিনজেলা পরবর্তীকালে চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবন
সম্পাদনামিনজেলা বিবিসির স্ক্রিন টুয়ের জন্য অবনিবাস ধরনের পূর্ণদৈর্ঘ্য নাট্যধর্মী ট্রুলি, ম্যাডলি, ডিপলি (১৯৯০) রচনা ও পরিচালনা করেন। পরে এটি টেলিভিশনে প্রচারিত না হয়ে চলচ্চিত্র হিসেবে মুক্তি পায়। ছবিটি তিনটি বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং তিনি শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার অর্জন করে। ১৯৯৬ সালে তিনি দি ইংলিশ পেশন্ট চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি তাকে শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয় এবং তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি দ্য টেলেন্টেড মিস্টার রিপলি ছবির জন্য শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে অপর একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Anthony Minghella bio"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ ফিঙ্কে, নিকি (১৮ মার্চ ২০০৮)। "R.I.P. Anthony Minghella"। ডেডলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ ফালসেত্তো, মারিও, সম্পাদক (২০১৩)। Anthony Minghella: Interviews। জ্যাকসন: মিসিসিপি বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৩৫। আইএসবিএন 9781617038211।
- ↑ "Gloria Minghella obituary"। দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
- ↑ লাইল, সারা (১৪ ডিসেম্বর ২০১৬)। "In the Spotlight, Two Sides of London"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যান্টনি মিনজেলা (ইংরেজি)