অ্যানাগ্রাম বা বদলিরব (গ্রিক anagrammenos যার অর্থ নতুন করে লেখা) এক ধরনের শব্দ খেলা। একটি শব্দ বা বাক্যের বর্ণগুলোকে নতুনভাবে সাজালে অন্য শব্দ বা বাক্য পাওয়া যেতে পারে; পুনর্বিন্যাসের মাধ্যমে প্রাপ্ত নতুন শব্দ বা বাক্যটিকে মূল শব্দ বা বাক্যটির অ্যানাগ্রাম বলে। পুনর্বিন্যাসের সময় একটি বর্ণ কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে এবং কোন বর্ণ বাদ দেয়া যাবে না।[] অ্যানাগ্রামের উদাহরণ দেয়া যেতে পারে: Silver-haired congenial scum বাক্যটিকে পুনর্বিন্যস্ত করে লিখা যায় Louise is clever and charming। আবার Abnormal intellect = Malcontent liberal। যিনি অ্যনাগ্রাম তৈরি করেন তাকে অ্যানাগ্রামবিদ বা অ্যানাগ্রামিস্ট বলা হয়।[]

বাংলা মাননীয় শব্দটির অ্যানাগ্রাম গঠন প্রক্রিয়া
ইংরেজি Listen শব্দটির অ্যানাগ্রামিক অ্যানিমেশন

শব্দ বিশ্লেষণ

সম্পাদনা

অ্যানাগ্রাম শব্দটি ইংরেজিতে এসেছে ফরাসি anagramme শব্দ থেকে ষোড়শ শতাব্দীর শেষ দিকে। শব্দটি দু'টি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক ভাষা থেকে এসেছে। গ্রিক ভাষায় ana শব্দের অর্থ নিচ থেকে উপরে এবং gramma শব্দের অর্থ বর্ণ[] এর বাংলা পরিশব্দ করা হয়েছে বদলিরব। বদলি হলো বর্ণগুলোর স্থান বদল করে নতুন তৈরী হওয়া রব বা শব্দ। []

ইতিহাস

সম্পাদনা

অক্ষর পুনঃসজ্জার এই খেলাটি সর্বপ্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসরোমে, গ্রিকলাতিন ভাষায়। সে সময় অ্যানাগ্রাম তৈরি হতো কিছুটা লাগামহীনভাবে। সপ্তদশ শতাব্দীর দিকে লাতিন ও গ্রিক ভাষার গণ্ডি পেরিয়ে ইংরেজি ও অন্যান্য ভাষায় ছড়িয়ে পড়ে অ্যানাগ্রাম তৈরির কৌশল।[]

সাহিত্য

সম্পাদনা

অ্যানগ্রামে শব্দের বা বাক্যের বর্ণগুলো স্থান বিনিময় কিংবা নতুন ভাবে সাজিয়ে নতুন শব্দ বা বাক্য গঠন করে।অ্যানাগ্রামিস্ট মনোরঞ্জন রায় অর্ধ অ্যানাগ্রাম ও পূর্ণ অ্যানাগ্রাম নামে দুটি বিভাগে ভাগ করে অ্যানাগ্রাম কবিতা/সনেট রচনা করেন। তিনি অ্যানাগ্রাম সনেট অভিন্ন বর্ণ এবং সমোচ্চারিত বর্ণ (স/শ/ষ, ন/ণ, জ/য, ত/ৎ, র/ড়/ঢ়) এর ভিত্তিতে সনেট রচনা করেন।পূর্ণ অ্যানাগ্রামে সম্পূর্ণ কবিতার উপরের দিক থেকে নিচের দিকে পঙ্ক্তি/চরণের বর্ণগুলো স্থান বিনিময় করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন আর অর্ধ অ্যানাগ্রামে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণের স্থান বিনিময় করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

অ্যানাগ্রামিস্ট মনোরঞ্জন রায় (তিনি বাংলা সাহিত্যে প্রথম অ্যানাগ্রাম কবিতা ও সনেট রচয়িতা) এর "পাতার প্রতিচ্ছবি" গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি পূর্ণ অ্যানাগ্রাম সনেট  "ঝরা-মন"। তাঁর এ সনেটে প্রথম চরণের বর্ণগুলো (অভিন্ন বর্ণের ভিত্তিতে) পুর্নবিন্যাস করে চতুর্দশ চরণ গঠিত, এভাবে দ্বিতীয় চরণ থেকে ত্রয়োদশ চরণ গঠিত.....।

ঝরা-মন

সবারে মনে হীনতা নদীকূট, কবি!

সত্রাসে ভাবে রন্ধ্রের রঙ্গে অসি রত;

রতি ভাঙ্গে, হবি ধুধু, নব ভুলে রবি

নব পণে রহ নত, মন দিকে ক্ষত;

রশি খুলে মজ মন, জমে খাস রস।

নবজ নীড়ে পূবের বিকলি ধূসর

রথ পাপে; মান তত কে ঢাকে দিবস

সব দিকে ঢাকে তত ন মাপে পাথর

রস ধূলি কবি; রবে পুড়ে নিজ বন;

সরস খামে জনম জমলে খুশির

তক্ষকে দিন মতন; হরণে পবন

বিরলে ভুবন ধুধু বিহঙ্গে ভাতির।

তরসি অঙ্গের রন্ধ্রে রবে ভাসে ত্রাস,

বিকট কুদিন তান হীনে মরে বাস।

" তমসাচ্ছন্ন" সনেটটি কবির "পাতার প্রতিচ্ছবি " গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি অর্ধ অ্যানাগ্রাম সনেট।কবি অর্ধ অ্যানাগ্রাম সনেটে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণগুলো (অভিন্ন বর্ণের ভিত্তিতে) পুনর্বিন্যাস করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

তমসাচ্ছন্ন

সামতট কবি, ধুধু বিকট তমসা,

নত ঘাড়ে পঁচা জুজু চাঁপড়ে ঘাতন,

নব পাকে পাবি তত বিপাকে পাবন,

সাধনা দেবীর তত রবি দেনা ধসা;

সান মনে তপ জুজু পতনে মনসা,

নব জিয়ে লব তত বলয়ে জীবন

সাহস রচে, কানন কাচের সহসা

নব পশে রসে তত শ্বাসের পবন।

তার বাঁকে হারে তত রে হাঁকে বারতা,

থাক বিরসের জুজু রসে রবি কথা।

বাদিত রসের জুজু রসে রাত দিবা,

বিছরি বটের ধুধু রটে বরি ছবি,

বাকিতে চিত্ররা মম রাত্র চিতে কিবা,

বিসরি ভবের ধাঁধা রবে ভরি সবি।

" ভারাক্রান্ত" সনেটটি কবির "পাতার প্রতিচ্ছবি " গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি পূর্ণ অ্যানাগ্রাম সনেট। তাঁর এ সনেটে প্রথম চরণের বর্ণগুলো (সমোচ্চারিত বর্ণের ভিত্তিতে) পুর্নবিন্যাস করে চতুর্দশ চরণ গঠিত, এভাবে দ্বিতীয় চরণ থেকে ত্রয়োদশ চরণ গঠিত.....।

ভারাক্রান্ত

নদীতে খালে কারণ রে ভরে তরস

সমানে হারে সমক্ষে; রে খুঁজে মনের

সকাণ্ড খরা ভয়ের; রে পাপে রোষের

নমিত মন; মজে কে, কে সাধে বিবশ;

কত চায়ে রাজ ধুধু রে তপ্ত দিবস;

কব পাখি দেনা তত তরাসে, ঘাটের

রস হরে ঝরে মম; তে ক্ষত জয়ের

রয়ে যত, ক্ষতে মম রে ঝরে হরষ।

রটে ঘাসে রাত তত, না দেখি পাবক;

শব দীপ্ত তরে ধুধু জড়ায়ে চাতক।

শব বিঁধে শাঁকে কে যে মন মত মীন,

রসে রোপে পাড়ে রয়ে ভরা খণ্ড কাশ,

রণে মজে খুঁড়ে ক্ষেম, শরে হানে মাস

শর তরে ভরে নর, কালে খাতে দীন।

" বিষাক্ত বেদন" সনেটটি কবির "পাতার প্রতিচ্ছবি " গাণিতিকধারার কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত একটি অর্ধ অ্যানাগ্রাম সনেট।কবি অর্ধ-অ্যানাগ্রাম সনেটে প্রতিটি পঙ্ক্তিতে মধ্যভাগ হতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে বর্ণগুলো (সমোচ্চারিত বর্ণের ভিত্তিতে) পুনর্বিন্যাস করে নতুন শব্দ গঠন করে কবিতা/সনেট রচনা করেন।

বিষাক্ত বেদন

সত্রাসে পিষ্টক তত কষ্ট পিষে ত্রাস

দে নিভে লহর শেষে রহ লভে নিদে

দেহী শবে রণ জুজু, ন রবে শহীদে,

সবারে চরিত ধাঁধা তরী চরে বাস;

সদাই রত্নের ধুধু রত্নে রই দাস,

দেখিনু অজম ঘুঘু মজ অণু খিদে,

দেহীর নিখিল জুজু লখি নীড়ে হিদে

সনাথ মরণ ধাঁধা নর মথে নাশ।

তমস দাহের তেতে রহে দাস মত,

তক্ষক বনের নানা রণে বক ক্ষত।

শেবধি বাঁশির ঘুঘু রশি বাঁধি বশে

নর মনে রহ তত; হরণে মরণ

সেবক পীড়িত, মম তরী পিক বসে

নদ বেশে, বীরে তত রে বিষে বেদন।

উদাহরণ

সম্পাদনা

ইংরেজি

সম্পাদনা

এখানে উদাহরণ হিসেবে কিছু অ্যানাগ্রাম উল্লেখিত হল। এগুলো একটি ওয়েবসাইটের কৌতুক পাতা থেকে নেয়া হয়েছে। ওয়েবসাইটটি GNU General Public License আওতায় রয়েছে

মূল শব্দ এবং ফ্রেজ অ্যানাগ্রাম
Doctor Who Torchwood
Gregory House Huge Ego, Sorry
Dormitory Dirty Room
Evangelist Evil's Agent
Desperation A Rope Ends It
The Morse Code Here Come Dots
Slot Machines Cash Lost in 'em
Animosity Is No Amity
Mother-in-law Woman Hitler
Snooze Alarms Alas! No More Z's
Alec Guinness Genuine Class
Semolina Is No Meal
The Public Art Galleries Large Picture Halls, I Bet
The Earthquakes That Queer Shake
Eleven plus two Twelve plus one
Contradiction Accord not in it
Astronomer Moon Starer
Princess Diana End is a car spin
Year Two Thousand A year to shut down
Presbyterian Best in prayer
Presbyterians Britney Spears
The eyes They see
George Bush He bugs Gore
Election results Lies - let's recount
"To be or not to be: that is the question, whether its nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune." "In one of the Bard's best-thought-of tragedies, our insistent hero, Hamlet, queries on two fronts about how life turns rotten."
"That's one small step for a man, one giant leap for mankind." --Neil Armstrong "A thin man ran; makes a large stride, left planet, pins flag on moon! On to Mars!"
President Clinton of the USA To copulate he finds interns

বাংলায় দুই অক্ষর বা দুইবর্ণের তৈরি অসংখ্য অ্যানাগ্রাম রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলা অ্যানাগ্রাম কয়েক ভাবে হতে পারে।

  • কারসহ বর্ণের স্থান বদল করে। উদাহরণ- দিশা>শাদি, কবিরাজ>রাজকবি
  • কার ও বর্ণের স্থান বদল করে। জীবন>বিজন, শানিত>শানতি
  • কার বা শুধু কার বদল করে। টাক>কাট, বিপনি>বিপিন
  • শুধু বর্ণের স্থান বদল করে।
  • উচ্চারণের উপর ভিত্তি করে।
  • যুক্তবর্ণ ভেঙ্গে দিয়ে আংশিক পাল্টিয়ে
মূল শব্দ ও বাক্যাংশ অ্যানাগ্রাম
আমরা আরাম
আয়না আয় না
কারানির্যাতিত কারা নির্যাতিত?
ভালোবাসা ভালো বাসা
জলঢাকা ঢাকা জল
লাশ শাল
টাকা কাটা
তীব্র ব্রতী
বইখাতা তাই খাব
বনলতা নব তাল
সকল কলস
রাম মরা
করব কবর
পদবি বিপদ
কলম কমল
পলক কলপ
রসদ সদর
নবম বমন
নরম মরন
কপাল পালক
তারকা কাতার
সফল ফসল
কামলা কালাম
বলদ বদল
রজনী নীরজ
যারপরনাই যার পর নাই
একদিন এ কদিন
করমচা চারকম
প্রতিদিন দিনপ্রতি
মাননীয় নীয়মান
রাতারাতি তারারাতি
আমি তাকে চিনি না না, আমি তাকে চিনি
আমি তোমার মুখোশ খুলে দিবো আমিতো মা'র মুখোশ খুলে দিবো
নবপল্লব পল্লব বন
নবঘন ঘন বন
সমান মানস
সবাক বাসক
সহসা সাহস
ঠাকুর কুঠার
রকম করম
তপন পতন
বকলম কম বল, কম্বল
কপোত পোকত (পোক্ত)
রকম মকর
নিবারণ নিরবান (নির্বাণ)
নীলিমা মালিনী
দমন মদন
তিলক লতিকা
সামাল সালাম
বাতিল বালতি
সুরকি কি সুর!
প্রবণ প্রণব
প্রিয়জন জনপ্রিয়
পথছায়া ছায়াপথ
মচকানো চমকানো
কবিরাজ রাজকবি
কলশি শিকল
নর্তক কর্তন
জামদানি দাম জানি
আমি ও নির্জন তট পছন্দ করি আমিও নির্জন তট পছন্দ করি
জাতিস্বর স্বজাতির
প্রমথ প্রথম
মানবতা বনমাতা
গালানো লাগানো
রমণ মরণ
কাননকুসুম কুসুমকানন
বল বীর! বীরবল
আমি পারবো না বাবা! আমি পারবো, না বাবা?
তালবন বনলতা
হরদম দহরম
লোকে-বলে আমি অধিক শক্তিশালী লোকে বলে আমি অধিক শক্তিশালী
একটি জাহান্নাম জাহান একটি নাম
রণপা পারণ
শর্ত শরত
ছেলেমেয়ে মেয়েছেলে
সওদা ও দাস
বেচাল বেলচা
নিতান্তই ননি তাত
হাতজোড় জোড়হাত
দুর্গতি দুর গতি
শেষকথা কথাশেষ

আরো একপ্রকার অ্যানাগ্রাম রয়েছে যদিও অনেকে সেটাকে অ্যানাগ্রাম বলতে নারাজ। যেমন- তবিয়ত>তবিয়ত, নতুন>নতুন, কদমকলি>কদমকলি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. দৈনিক কালের কণ্ঠ ওয়েব সংস্করণ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Anagrammatist, Dictionary.com. Retrieved on 2008-08-12.
  3. http://www.thefreedictionary.com/anagram
  4. +বাংলা অভিধান। বাংলা পরিষদ। ২০১৯। পৃষ্ঠা ৮০। 

বহিঃসংযোগ

সম্পাদনা