অসীম বালা

ভারতীয় রাজনীতিবিদ

অসীম বালা একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হন।[১][২][৩][৪]

অসীম বালা
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৮৯–১৯৯৯
পূর্বসূরীবিভা ঘোষ গোস্বামী
উত্তরসূরীআনন্দ মোহন বিশ্বাস
সংসদীয় এলাকানবদ্বীপ, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০০১–২০০৬
পূর্বসূরীবিনয় কৃষ্ণ বিশ্বাস
উত্তরসূরীদেবেন্দ্র নাথ বিশ্বাস
সংসদীয় এলাকারানাঘাট পূর্ব
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-10-30) ৩০ অক্টোবর ১৯৪১ (বয়স ৮২)
কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Biographical Sketch Member of Parliament"Lok Sabha। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭ 
  2. India. Parliament. House of the People (মার্চ ১৯৯৯)। Parliamentary Debates: Official Report। Lok Sabha Secretariat.। পৃষ্ঠা 13। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭ 
  3. Biswajit Roy (১০ মার্চ ২০০৩)। "CPM disowns victims of rape"The Times of India। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭ 
  4. Jayanta Gupta (২৬ মার্চ ২০০৯)। "Tug Of War Over Matua Millions"The Times of India। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭