অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত

অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত হল সত্যেন্দ্রনাথ শর্মা দ্বারা রচিত অসমীয়া ভাষা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ৷[১] প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে৷ গ্রন্থটিকে অসমীয়া ভাষা-সাহিত্য-সংস্কৃতির সংক্ষিপ্ত ইতিহাস বলা যায়৷ গ্রন্থটির দশম সংস্করণে মোট সপ্তদশ অধ্যায় আছে৷ এর দশম সংস্করণটি প্রকাশ করেছেন সৌমার প্রকাশ৷ গ্রন্থটির মোট পৃষ্ঠাসংখ্যা ৪৯৬।

অসমীয়া সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত
লেখকসত্যেন্দ্রনাথ শর্মা
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনআত্মজীবনী
প্রকাশনার তারিখ
১৯৮১
মিডিয়া ধরনমুদ্রণ

তথ্যসূত্র সম্পাদনা

  1. সমীন্দ্র হুজুরি। "অসমীয়া প্রগতিশীল কবিতার উন্মেষ-কালর কিছু কথা"। বৌদ্ধিক বিচার। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯