অসমীয়া আরু অসমর ভাষা-উপভাষা

অসমীয়া আরু অসমর ভাষা-উপভাষা অসমীয়া ভাষা বিষয়ক গ্রন্থ৷ লেখক উপেন রাভা হাকাচাম৷ এর প্রথম প্রকাশ হয় ২০০৯ সালে৷ প্রকাশক জ্যোতি প্রকাশন৷[১] গ্রন্থটিতে উত্তর-পূর্বাঞ্চলের ভাষাসমূহের বিষয়ে বিশদ বিবরণ আছে৷ সাথে আসামের নব্য স্বীকৃত/অস্বীকৃত ভাষা, আসামের বিভিন্ন নৃগোষ্ঠীয় উপভাষা, অসমীয়ার জাতিগত/সামাজিক শ্রেণীগত উপভাষা, ভাষা-উপভাষার তুলনামূলক আলোচনা, আসামে সংযোগী ভাষার প্রাসংগিকতা, অসমীয়া ভাষার সমকালীন রূপ ইত্যাদি বিষয়সমূহের বিষয়ে বর্ণনা করা হচ্ছে৷

অসমীয়া আরু অসমর ভাষা-উপভাষা
লেখকউপেন রাভা হাকাচাম
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনভাষা বিষয়ক গ্রন্থ
মিডিয়া ধরনমুদ্রণ

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপেন রাভা হাকাচাম (২০১৪)। অসমীয়া আরু অসমর ভাষা-উপভাষা। জ্যোতি প্রকাশন।