অসমর নদ-নদী গ্রন্থটির লেখক যোগেন্দ্র নাথ শর্মা৷ গ্রন্থটি প্রথম প্রকাশ হয় ১৯৯২ সালে৷ পরবর্তী সময় আসাম সাহিত্য সভা-এর সহযোগিতায় কিরণ প্রকাশন দ্বারা দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়৷[] গ্রন্থটিতে আসামের নদ-নদীসমূহের উৎপত্তি, এর গতিপথ, নদীসমূহের সাথে জড়িত পৌরাণিক আখ্যান, নদীসমূহের বৈশিষ্ট্য, এর নামকরণ, সুঁতি পরিবর্তন ইত্যাদি বিষয়সমূহের সাথে বিজ্ঞানসম্মতভাবে এর জল বহনর ক্ষমতা, গেদ পরিবর্তনর ক্ষমতা ইত্যাদি বিষয়সমূহো বর্ণনা করা হয়েছে। আসামের নদ-নদী সম্পর্কিত বিজ্ঞানসম্মত আলোচনার ক্ষেত্রে এই গ্রন্থটিই প্রথম লেখা গ্রন্থ৷

অসমর নদ-নদী
লেখকযোগেন্দ্রনাথ শর্মা
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনগবেষণাধর্মী প্রবন্ধ সংকলন
প্রকাশনার তারিখ
১৯৯২
মিডিয়া ধরনমুদ্রণ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. যোগেন্দ্রনাথ শর্মা (২০০৮)। অসমর নদ-নদী। ধেমাজি: কিরণ প্রকাশন। পৃষ্ঠা আগকথা। 

সাথে দেখুন

সম্পাদনা
  1. যোগেন্দ্রনাথ শর্মা