অসমন্ড মেমোরিয়াল চার্চ
অসমন্ড মেমোরিয়াল চার্চ (পূর্বতন নাম ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে ৫৬, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোড, তালতলা ঠিকানায় অবস্থিত একটি গির্জা। ১৮৬৮ সালে ওয়াল্টার অসমন্ড নামে এক মেথডিস্ট মিনিস্টার এই গির্জাটি স্থাপন করেছিলেন।[১][২]
অসমন্ড মেমোরিয়াল চার্চ | |
---|---|
অবস্থান | ৫৬, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোড, তালতলা, কলকাতা |
দেশ | ভারত |
ওয়েবসাইট | http://www.osmondmemorial.com/ |
ইতিহাস | |
প্রাক্তন নাম(সমূহ) | ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ |
স্থাপত্য | |
মর্যাদা | সক্রিয় |
নির্মাণের বছর | ১৮৬৮ |
ইতিহাস
সম্পাদনা১৮৬৪ সালে মেথডিস্ট মিনিস্টার ওয়াল্টার অসমন্ড কলকাতায় এসেছিলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক ইভানজেলিস্ট ও সমাজকর্মী। তার উদ্দেশ্য ছিল শহরের দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করা। ১৮৬৮ সালে তিনি এই গির্জাটি স্থাপন করেন। সেই সময় গির্জাটির নাম ছিল ওয়েসলিয়ান মেথডিস্ট চার্চ। পরে গির্জার নাম বদলে প্রতিষ্ঠাতার নামে এই গির্জার নামকরণ করা হয় অসমন্ড মেমোরিয়াল চার্চ। ওয়াল্টার অসমন্ড ৩০ বছর কলকাতায় দরিদ্র মানুষের সেবা করেছিলেন।[১]
সমাবেশ
সম্পাদনাএই গির্জার চারটি সমাবেশ রয়েছে – তালতলায় বাঙালি সমাবেশ, কামারডাঙা চ্যাপেল ও বন্ডেল রোডে বালিগঞ্জ চার্চ এবং তালতলায় সাঁওতালি সমাবেশ।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Osmond Memorial Church"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- ↑ "Yule spirit at Raj-era churches"। The Times of India (epaper)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।