অশ্বিনী নাচাপ্পা

ভারতীয় অ্যাথলেট

অশ্বিনী নাচাপ্পা (জন্ম ২১ অক্টোবর ১৯৬৭) একজন প্রাক্তন ক্রীড়াবিদ ও ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮০র শুরুর দিকে পি টি উষাকে দুইবার হারাবার সুবাদে উনি প্রথম পরিচিতি লাভ করেন। তার পর থেকেই ওনাকে ভারতের ফ্লো-জো নামে ডাকা হত। [] ১৯৮৮ সালে উনি অর্জুন পুরস্কারে ভূষিত হন।[] বর্তমানে সমাজসেবী ও শিক্ষাসংস্কারক অশ্বিনী একটি স্কুলও প্রতিষ্ঠা করেছেন।[] উনি বেঙ্গালুরু আরবান ডিসট্রিক্ট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।[]

অশ্বিনী নাচাপ্পা
জন্ম (1967-10-21) অক্টোবর ২১, ১৯৬৭ (বয়স ৫৭)
পেশাঅ্যাথলেটিক্স
সন্তান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nayudu, Vinay (২ জুন ২০০৪)। "Changing tracks"। Mumbai Newsline। ২০০৪-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২২ 
  2. K. Bhagya, Prakash (২৫ মার্চ ২০০৬)। "One Ashwini, many roles"Vol. 29 No. 12। Sportstar Weekly। ১৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২২ 
  3. "Former athlete Ashwini Nachappa sends directive on AFI elections"। NDTV। ২০১৩-০৪-০৬। ২০১৪-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১২