অলিম্পিকে নেদারল্যান্ডস এন্টিলস

নেদারল্যান্ডস এন্টিলস ১৯৫২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৯৫৬ সালে নেদারল্যান্ডস এর সমর্থনে এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গ্রীষ্মকালীন অলিম্পিক বয়কট করেছিল। শীতকালীন অলিম্পিকে নেদারল্যান্ড এন্টিলস শুধু মাত্র ১৯৮৮ ও ১৯৯২ গেমসে অংশগ্রহণ করেছে।

অলিম্পিক গেমসে নেদারল্যান্ডস এন্টিলস

নেদারল্যান্ডস এন্টিলসের জাতীয় পতাকা
আইওসি কোড  AHO
এনওসি Nederlands Antilliaans Olympisch Comité (নেদারল্যান্ডস_এন্টিলস অলিম্পিক কমিটি)
ওয়েবসাইটwww.sports.an (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ (২০১২)
 আরুবা (২০১৬–)
 নেদারল্যান্ডস (২০১৬–)

নেদারল্যান্ডসে জাতীয় অলিম্পিক কমিটি ১৯৩১ সালে গঠিত হয় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক ১৯৫০ সালে স্বীকৃত হয় এবং ২০১০ সালে নেদারল্যান্ড এন্টিলস বিলুপ্ত করলে ২০১১ সালে স্বীকৃতি বাতিল করে।[১] ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৫জন ক্রীড়াবিদ অলিম্পিক পতাকা নিয়ে স্বাধীন অলিম্পিয়ান হিসাবে অংশগ্রহণ করেছিল।

ইতিহাস সম্পাদনা

অংশগ্রহণকারী অঞ্চল সম্পাদনা

পদক তালিকা  সম্পাদনা

গেমস অনুযায়ী পদক সম্পাদনা

গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  ১৯৮৮ সিউল 0 0
মোট 0 0

ক্রীড়া অনুযায়ী পদক সম্পাদনা

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  Sailing 0 0
মোট 0 0

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ  সম্পাদনা

  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Netherlands Antilles"। Sports-Reference.com। ৩১ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৬