অলিভিয়েট বাইস

ভানুয়াটু'র মল্লক্রীড়া প্রতিযোগী

অলিভিয়েট বাইস (পূর্ব পদনামঃ ডারুহি, জন্মঃ ১২ মে ১৯৬৮) ভানুয়াটু'র এস্পিরিটু সান্টো'তে জন্মগ্রহণকারী একজন মহিলা দৌড়বিদ। তিনি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ভানুয়াটু'র প্রথম মহিলা ক্রীড়াবিদ। সিউলে আয়োজিত ১৯৮৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়ায় ১০০ মিটার ও ২০০ মিটার প্রতিযোগিতায় তার দেশের প্রথম মহিলা দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছিলেন।[১]

অলিভিয়েট বাইস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1968-05-12) ১২ মে ১৯৬৮ (বয়স ৫৫)
এস্পিরিটু সান্টো
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন৫২ কেজি (১১৫ পা)
ক্রীড়া
দেশ ভানুয়াটু
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগ১০০ মিটার, ২০০ মিটার

অলিম্পিক পরিসংখ্যান সম্পাদনা

সিউল অলিম্পিক গেমসে তিনি ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ের প্রতিযোগী ছিলেন। ১০০ মিটার প্রতিযোগিতায় তিনি ৮ জন প্রতিযোগীর মধ্যে ৭ম স্থান অধিকার করেছিলেন। দৌড় শেষ করতে তার ১৩ সেকেন্ড সময় লেগেছিল। ফলাফল সরূপ তিনি পরের রাউন্ডে উত্তীর্ণ হতে পারেননি। ২০০ মিটারের প্রতিযোগীতায় তিনি ৭ জন প্রতিযোগীর মধ্যে ৫ম স্থানে থেকে দৌড় শেষ করেন এবং পরের পর্বের জন্য অনুত্তীর্ণ হয়েছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "First female competitors at the Olympics by country"Olympedia। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০ 
  2. "Olivette Daruhi Bio, Stats, and Results | Olympics at Sports-Reference.com"web.archive.org। ২০২০-০৪-১৮। ২০২০-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬