অলবার্সের হেঁয়ালি

অলবার্সের হেঁয়ালি, (অন্ধকার রাতের আকাশের প্যারাডক্স নামেও পরিচিত), এটি জ্যোতির্পদার্থবিদ্যা এবং ভৌত সৃষ্টিতত্ত্বের একটি যুক্তি যা বলে যে রাতের আকাশের অন্ধকার একটি অসীম এবং চিরন্তন স্থির মহাবিশ্বের অনুমানের সাথে দ্বন্দ্ব করে। অনুমানমূলক ক্ষেত্রে যে মহাবিশ্ব স্থির, বৃহৎ পরিসরে একজাতীয়, এবং অসীম সংখ্যক তারা দ্বারা জনবহুল, পৃথিবীর যেকোন দৃষ্টি রেখা অবশ্যই একটি তারার পৃষ্ঠে শেষ হতে হবে এবং তাই রাতের আকাশ সম্পূর্ণভাবে আলোকিত এবং খুব বেশি উজ্জ্বল হওয়া উচিত। এটি রাতের পর্যবেক্ষিত অন্ধকার এবং অ-অভিন্নতার বিরোধিতা করে। [১]

অলবার্সের কূটাভাসের প্রতিরূপ।

জার্মান জ্যোতির্বিজ্ঞানী হাইনরিখ অলবার্স ১৮২৬ সালে এই কূটাভাসটি আবিষ্কার করেন। খুব সাধারণ একটি প্রশ্ন নিয়ে এই কূটাভাসটি তৈরি হয়েছে। তা হলো: "রাতের আকাশ অন্ধকার কেন?" মহাবিশ্ব যদি সুষমভাবে তারাপূর্ণ হতো তাহলে যেদিকেই তাকাই না কেন আমাদের দৃষ্টি কোন না কোন তারার পৃষ্ঠে গিয়ে পৌঁছানোর কথা আর সেক্ষেত্রে রাতের আকাশ অন্ধকার হওয়ার কথা নয়। এই প্রশ্নের উত্তর দিতে যেয়েই কূটাভাসটির সৃষ্টি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Overbye, Dennis (আগস্ট ৩, ২০১৫)। "The Flip Side of Optimism About Life on Other Planets"The New York Times। সংগ্রহের তারিখ অক্টোবর ২৯, ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা