অলকেশ দাস
ভারতীয় রাজনীতিবিদ
অলকেশ দাস (১ জানুয়ারি ১৯৬৪) একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ভারতের চতুর্দশ লোকসভার সদস্য ছিলেন। অলকেশ দাস নবদ্বীপ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের একজন সদস্য।[১]
অলকেশ দাস | |
---|---|
সাংসদ নবদ্বীপ লোকসভা কেন্দ্র | |
কাজের মেয়াদ ২০০৩ – ২০০৯ | |
পূর্বসূরী | আনন্দ মোহন বিশ্বাস |
উত্তরসূরী | বিলুপ্ত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নদীয়া, পশ্চিমবঙ্গ | ১ জানুয়ারি ১৯৬৪
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
দাম্পত্য সঙ্গী | সিক্তা জোয়ারদার দাস |
সন্তান | ১ কন্যা অলক্তা দাস |
বাসস্থান | নদীয়া |
২০০৩
সম্পাদনানবদ্বীপ লোকসভার সাংসদ আনন্দ মোহন বিশ্বাস মারা গেলে ২০০৩ সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে অলকেশ দাস সিপিআইএম প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েন এবং তৃণমূল প্রার্থী আবীর রঞ্জন বিশ্বাস কে পরাজিত করেন।
২০০৪
সম্পাদনা২০০৪ সালে চতুর্দশ লোকসভা নির্বাচনে সিপিআইএম আবারও অলকেশ দাস কে প্রার্থী মনোনীত করে এবং অলকেশ দাস আবারও তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিক কে পরাজিত করে নবদ্বীপ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Alakesh Das Election Results 2019: News, Votes, Results of Assembly"। NDTV.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।