অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (সংক্ষেপে ইআরডি) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগের অন্যতম। মন্ত্রণালয়ের অন্য তিনটি বিভাগ হলো: অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগঅভ্যন্তরীণ সম্পদ বিভাগ[] আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী। মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বর্তমান সচিব হিসেবে কর্মরত আছেন।[] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐকান্তিক ইচ্ছায় বৈদেশিক অর্থায়ন (অনুদান, ঋণ, কারিগরি সহায়তা) কার্যক্রমকে তত্ত্বাবধান করার লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অংশ হিসেবে বহিঃসম্পদ বিভাগ স্থাপিত হয়। পরবর্তীতে বহিঃসম্পদ বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। উল্লেখ্য যে, ১৯৯০ সালে বহিঃসম্পদ বিভাগকে ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ হিসেবে নামকরণ করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
সংস্থার রূপরেখা
গঠিত১৯৯০
সদর দপ্তরপরিকল্পনা কমিশন চত্বর, শেরে বাংলা নগর, ঢাকা
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সংস্থা নির্বাহী
  • মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব
ওয়েবসাইটerd.gov.bd

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ১০টি অনুবিভাগের সমন্বয়ে গঠিত। অনুবিভাগসমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :

উইং-১: আমেরিকা ও জাপান
উইং-২: বিশ্বব্যাংক
উইং-৩: প্রশাসন ও মধ্যপ্রাচ্য
উইং-৪: জাতিসংঘ
উইং-৫: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
উইং-৬: সমন্বয় ও নরডিক
উইং-৭: ইউরোপ
উইং-৮: এশিয়া ও জেইসি, ফেলোশিপ ও ফাউন্ডেশন
উইং-৯: ফাবা (Foreign Aid Budget and Accounts)
উইং-১০: ডেভেলপমেন্ট ইফেক্টিভনেস।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "AFI members"AFI Global। ২০১১-১০-১০। ২০১২-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০২-১৭ 
  2. "অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব শরিফা খান"dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা