অর্জুন দাস
অর্জুন দাস (জন্ম 4 january 1995) একজন ভারতীয় অভিনেতা। তিনি মূলত তামিল এবং তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করে থাকেন। ২০১৯ সালের কাইথি চলচ্চিত্রে অনবুর ভূমিকায় অভিনয় করার জন্য তিনি বেশি পরিচিত।[১]

২০১২-এর সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র পেরুমান-এর মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। কিছু তামিল চলচ্চিত্রে অভিনয় করার পর, তিনি পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে দুটি চলচ্চিত্রে কাজ করেন। এই দুটি চলচ্চিত্রে কাজ করায় তিনি বেশি পরিচিতি লাভ করেন। প্রথমটি ২০১৯ সালের কাইথি চলচ্চিত্র যেখানে তিনি একজন গ্যাংলিডার অনবুর ভূমিকায় অভিনয় করেন, দ্বিতীয়টি ২০২১ সালের চলচ্চিত্র মাস্টার যেখানে তিনি দাসের ভূমিকায় অভিনয় করেন।
জীবনের প্রথমদিকে
সম্পাদনাতিনি এক সাক্ষাৎকারে বলেন যে তিনি চলচ্চিত্রে কাজ করার আগে দুবাইয়ে একটি ব্যাংকে কাজ করতেন, সেখানে তিনি ভালো বেতনও পেতেন। কিন্তু তিনি সিনেমায় কাজ করার জন্য ভালো বেতনের চাকরিটি ছেড়ে দেন। তারপর তিনি ভারতে এসে চেন্নাইতে তামিল চলচ্চিত্রে কাজ করতে শুরু করেন।[২]
চলচ্চিত্র
সম্পাদনাচলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- পেরুমান (২০১২)
- অক্সিজেন (২০১৭)
- কাইথি (২০১৯)
- অন্ধঘরাম (২০২০)
- মাস্টার (২০২১)
- অনীঠিদজ্ঞর (২০২২)
- বিক্রম (আসন্ন চলচ্চিত্র)
- কুমকী ২ (আসন্ন চলচ্চিত্র)
ওয়েবসিরিজের তালিকা
সম্পাদনা- পুথাম পুধু (২০২২)
- কালাই ভিদিয়াধা (২০২২)
সংক্ষিপ্ত চলচ্চিত্র
সম্পাদনা- রেন্ডম নম্বর (২০১৭)
চিত্রসংগীত
সম্পাদনা- পত্তুম পোগাত্তুমে (২০২১)
টেলিভিশন
সম্পাদনা- ভাথি কমিং (২০২০) অতিথি অভ্যর্থনা
- স্পট লাইট (২০২০) অতিথি অভ্যর্থনা
কণ্ঠ শিল্পী
সম্পাদনা- অন্ধঘরাম (২০২০)
- ধ্রুব নাচঠিরাম (আসন্ন চলচ্চিত্র)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "When Kaithi's antagonist Arjun Das stood with his voice"। The New Indian Express। অক্টোবর ২০১৯।
- ↑ "IG Office உள்ள வர Scene எனக்கே சிரிப்பு வந்துச்சு..! | Kaithi Master Movie Actor Arjun Das Interview – YouTube"। www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে Arjun Das (ইংরেজি)