অরবিন্দা সামেথা বীর রাঘব

২০১৮-এর তেলুগু চলচ্চিত্র

অরবিন্দা সামেথা বীর রাঘব (অনু. অরবিন্দার সাথে বীর রাঘব) হলো ২০১৮ সালের একটি ভারতীয় তেলুগু ভাষার মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র,[৫] এটি রচনা ও পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং হারিকা ও হাসিন ক্রিয়েশনসের ব্যানারে প্রযোজনা করেছেন এস. রাধা কৃষ্ণ। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এন টি রমা রাও জুনিয়র, পূজা হেগড়ে, এশা রেব্বা ও জগপতি বাবু এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সুনীল, নবীন চন্দ্র এবং সুপ্রিয়া পাঠক

অরবিন্দা সামেথা বীর রাঘব
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকত্রিবিক্রম শ্রীনিবাস
প্রযোজকএস. রাধা কৃষ্ণ
রচয়িতাত্রিবিক্রম শ্রীনিবাস
শ্রেষ্ঠাংশে
সুরকারএস. থামান
চিত্রগ্রাহকপি. এস. বিনোদ
সম্পাদকনবীন নুলি
প্রযোজনা
কোম্পানি
হারিকা ও হাসিন ক্রিয়েশনস
মুক্তি
  • ১১ অক্টোবর ২০১৮ (2018-10-11)[১]
স্থিতিকাল১৬২ মিনিট[২]
দেশভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়৬০+ কোটি[৩]
আয়প্রা. ১৬৫ কোটি[৪]

চলচ্চিত্রটি ২০১৮ সালের ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি সমালোচকদের থেকে ইতিবাচক মন্তব্য পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয়।[৬]

অভিনয়ে সম্পাদনা

  • এন টি রমা রাও জুনিয়র — বীর রাঘব রেড্ডি
  • পূজা হেগড়ে — অরবিন্দা, রাঘবের প্রেমের আগ্রহ
  • এশা রেব্বা — সুনন্দা, অরবিন্দার ছোট বোন
  • জগপতি বাবু — বাসি রেড্ডি, রাঘবের শত্রু
  • সুনীল — নীলাম্বরী, রাঘবের বন্ধু
  • রাও রমেশ — কৃষ্ণ রেড্ডি, নাল্লাগুড়ির রাজনৈতিক দায়িত্বে
  • শুভলেখা সুধাকর — সুদর্শন রেড্ডি, কোমাদ্দির রাজনৈতিক দায়িত্বে
  • নাগা বাবু — নারাপা রেড্ডি, রাঘবের বাবা
  • নরেশ — সারধি, অরবিন্দার বাবা
  • নবীন চন্দ্র — বালা রেড্ডি, বাসি রেড্ডির ছেলে
  • ব্রহ্মাজি — মারাপ্পা, বাসি রেড্ডির ভৃত্য
  • শ্রীনিবাস রেড্ডি — বালু, সারধির সহকারী
  • দেবযানী রাজকুমারন — সুগুণা, রাঘবের মা
  • সীতারা — ভারালক্ষ্মী, রাঘবের কাকী
  • সুপ্রিয়া পাঠক — জেজি, রাঘবের দাদী
  • লক্ষ্মী গোপালস্বামী — অরবিন্দার মা
  • মাস্টার চরণ — প্রতীক, অরবিন্দার ছোট ভাই
  • ঈশ্বরী রাও — বাসি রেড্ডির স্ত্রী
  • শত্রু — ওন্তিচেথি সুব্বাদু, বাসি রেড্ডির ভৃত্য
  • রবি প্রকাশ — ওসান্না, নারাপা রেড্ডির ভৃত্য
  • হরি তেজা — নাগমণি, রাঘবের ভৃত্যের স্ত্রী
  • শরৎ লোহিতাশ্ব — লক্ষ্য রেড্ডি, বাসি রেড্ডির বাবা
  • বিনয় বর্মা — তিম্মা রেড্ডি, নারাপা রেড্ডির বাবা এবং রাঘবের দাদা
  • আদর্শ বালাকৃষ্ণ — ভৃত্য

সাউন্ডট্র্যাক সম্পাদনা

অরবিন্দা সামেথা বীর রাঘব
এস. থামান
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০ সেপ্টেম্বর ২০১৮
১৮ অক্টোবর ২০১৮
(বর্ধিত সাউন্ডট্র্যাক)
শব্দধারণের সময়২০১৮
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২৩:১৮
ভাষাতেলুগু
সঙ্গীত প্রকাশনীজি মিউজিক কোম্পানি
প্রযোজকএস. থামান
এস. থামান কালক্রম
চল মোহন রাঙ্গা
(২০১৮)
অরবিন্দা সামেথা বীর রাঘব
(২০১৮)
অমর আকবর অ্যান্থনি
(২০১৮)
অরবিন্দা সামেথা বীর রাঘব থেকে একক গান
  1. "আনাগানাগানাগা"
    মুক্তির তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০১৮
  2. "পেনিভিট্টি"
    মুক্তির তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০১৮

ট্র্যাক তালিকায়ন সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."আনাগানাগানাগা"সিরিবেন্নেলা সীতারামা শাস্ত্রীআরমান মালিক৪:৪৭
২."পেনিভিট্টি"রামাজোগয় শাস্ত্রীকালা ভৈরব৫:১০
৩."ইয়েদা পয়িনাদো"সিরিবেন্নেলা সীতারামা শাস্ত্রী, পেঞ্চাল দাসকৈলাশ খের, নিখিতা শ্রীভাল্লী, পেঞ্চাল দাস৫:০৫
৪."রেড্ডি ইক্কাদা সুডু"রামাজোগয় শাস্ত্রীদলের মেহেন্দী, অঞ্জনা সৌম্য৪:০৪
মোট দৈর্ঘ্য:১৯:০৬

বর্ধিত সাউন্ডট্র্যাক সম্পাদনা

নং.শিরোনামসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."রেড্ডাম্মা থাল্লি" (চলচ্চিত্র সংস্করণ)মোহনা ভোগরাজু১:৫৭
২."রেড্ডাম্মা থাল্লি" (কভার সংস্করণ)পেঞ্চাল দাস১:৫৬
মোট দৈর্ঘ্য:৩:৫৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'Aravinda Sametha Veera Raghava' expected to release on October 10 – Times of India" 
  2. "Aravinda Sametha Veera Raghava (15)"British Board of Film Classification। ৮ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮ 
  3. "Aravinda Sametha 3 day box office collection: Jr NTR-Trivikram film crosses Rs 100 crore mark worldwide"IB Times। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮Made on a budget of Rs 60+ crore 
  4. Hooli, Shekhar H. (২৯ অক্টোবর ২০১৮)। "Aravinda Sametha 18-day box office collection: Jr NTR film turns fifth all-time highest Telugu film"International Business Times, India Edition (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০ 
  5. "Aravindha Sametha box office: Jr NTR's actioner collects Rs 60 crore on opening day – The Indian Express"The Indian Express। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  6. "Aravindha Sametha crosses Rs 100 cr mark at box office, beats Rangasthalam, Bharat Ane Nenu"Hindustan Times 

বহিঃসংযোগ সম্পাদনা